Breaking News

হোম ডেলিভারি ফেনসিডিল, আটক ২ নারী

বাসায় ফে’নসিডিলের হোম ডেলিভারি দেয়ার সময় আ’টক করেছে পু’লিশ।

মঙ্গলবার (২০ এপ্রিল) গাজীপুর মহানগরীর পূবাইল মেট্রোপলিটন থা’নার নিমতলী ব্রি’জের পাশ থেকে তাদেরকে আ’টক করা হয়।

এসময় তাদের ভ্যা’নিটি ব্যাগ তল্লাশি করে ২৫ বোতল ফে’নসিডিল উ’দ্ধার করা হয়।পু’লিশ জানায়, পূবাইলের মাজুখান এলাকায় হোম ডে’লিভারি দেয়ার সময় অ’ভিযানকালে তাদের ভ্যা’নিটি বেগ ত’ল্লাশি করে শাবানার ব্যাগে ২০ বো’তল ও নূপুরের ব্যাগ থেকে ৫ বোতল ফে’নসিডিল উ’দ্ধার করেছে পু’লিশ।

পরে ওই রাতেই তাদের দেয়া তথ্যমতে ট’ঙ্গীর ভাড়া বাসা থেকে খালি-পূর্ণসহ আরও ২৯ বো’তল ফে’নসিডিল উ’দ্ধার করে পু’লিশ ।

আ’টককৃতরা হলেন- মা’দক কারবারি শাবানা (৩২) ও নূপুর (৩৫)। আ’টককৃত শাবানা চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার পারকুলা গ্রামের নূরুল হুদার স্ত্রী ও নুপুর বেগম জয়পুরহাট জেলার পাঁচবিবি থা’নার দরগাপাড়া গ্রামের মৃ’ত আরমানের স্ত্রী।

দু’জনেই টঙ্গী পশ্চিম থা’নার সুরতডঙ রোডে মঞ্জু সরকারের বাড়ির ভাড়াটিয়া।

অনেক দিন যা’বত ওই বাসায় থেকে বিভিন্ন মা’দক স্প’টে ফে’নসি’ডিলসহ অ’ন্যান্য মা’দক হোম ডে’লিভারি দিয়ে আ’সছিল তারা

About nishat nishat

Check Also

বিয়ে না করেও একাধিক নারীর সঙ্গে সম্পর্কে লিপ্ত হেফাজত নেতা জাকারিয়া

বৃহস্পতিবার (৬ মে) বিকাল ৩টায় চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক সংবাদ সম্মেলন …