Breaking News

হেফাজতের সমাবেশে লাখো মানুষের ঢল

সুনামগঞ্জের দিরাই উপজেলায় হেফাজতে ইসলামের শানে রিসালাত সম্মেলন পরিণত হয়েছে জনসমুদ্রে। সোমবার (১৫ মার্চ) দুপুরের আগেই দিরাই উপজেলা স্টেডিয়াম প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

জায়গা সঙ্কুলান না হওয়ায় অনেক মানুষ অবস্থান নেন পার্শ্ববর্তী দিরাই সরকারি কলেজ, বাসস্ট্যান্ড, নতুন বাগবাড়ী, ভরারগাঁও সড়কসহ আশপাশের এলাকায়।

বেলা সাড়ে ১২টার দিকে হেফাজতের আমির আল্লামা জুনাইদ বাবুনগরী, যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হকসহ হেফাজতের কেন্দ্রীয় নেতাদের বহনকারী হেলিকপ্টার দিরাই হ্যালিপ্যাড মাঠে অবতরণ করেছে।

এরআগে হেফাজতে ইসলাম দিরাই উপজেলা শাখার আয়োজনে শানে রিসালাত সম্মেলন সোমবার (১৫ মার্চ) পূর্বনির্ধারিত সকাল ১০টায় শুরু হয়।

সিলেট ও সুনামগঞ্জ থেকে আগত আলেম উলামাগণের বক্তব্যের মধ্য দিয়ে চলছে সম্মেলনের কাজ। আয়োজকরা বেলা সাড়ে ৩টার মধ্যে মঞ্চে আসবেন বাবুনগরী, মামুনুল হকসহ হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতারা।

আরও সংবাদ= মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর সুন্নাহ দাড়িকে অপমান করায় আড়ংকে বয়কটের ডাক

মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর সুন্নাহ দাড়িকে অ’পমান করার প্রতিবাদে আড়ংকে বয়কটের ডাক দিয়েছেন সিলেটের আলেম সমাজ। সোমবার (১৫ মার্চ) সকাল নগরীর নয়াসড়কস্থ আড়ং এর সামনে অবস্থান কর্মসূচীতে আলেম সমাজ এ দাবি জানান।অবস্থান কর্মসূচীতে সিলেটের কয়েক হাজার আলেম ও ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত ছিলেন।কর্মসুচীতে বক্তারা বলেন, ইসলামকে অবমাননা করে পৃথিবীতে আবু জাহেল, নমরুদ, ফিরাউন টিকতে পারেনি, তাদেরকে ধ্বংস হতে হয়েছে। পৃথিবীবাসী তাদের ঘৃ’ণাভরে প্রত্যাখান করেছে আমাদের প্রিয় নবী (স.) এর সুন্নাত দাড়ি নিয়ে তামাশা করায় আড়ংও ধ্বংস হবে যাবে। প্রিয় মুসলমান ভাইয়েরা, আপনারা আড়ং সব পন্য বয়কট করুন। বয়কট করুন আড়ং।

About jannatul ferdous

Check Also

এবার তৃতীয় বিয়ের দাবি মাওলানা মামুনুল হকের

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সেক্রেটারি মাওলানা মামুনুল হক তৃতীয় বিয়ের দাবি …