Breaking News

হি’ন্দু গ্রামে হা’ম’লার প্রধান আ’সামি স্বাধীন যুবলীগের কেউ না

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় হবিবপুর ইউনিয়নের নোয়াগাঁওয়ে হিন্দুদের বাড়িতে ভাং’চু’র ও লু’টপা’টের ঘটনায় করা মা’মলার প্রধান আ’সামি নাচনী গ্রামের

ইউপি সদস্য শহিদুল ইসলাম স্বাধীন (৫০) যুবলীগের কেউ না বলে দাবি করা হয়েছে। শনিবার দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের রমিজ বিপণির জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে

এমনটাই দাবি করেছেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক খন্দকার মঞ্জুর আহমদ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, নোয়াগাঁও গ্রামে উগ্র সাম্প্রদায়িক ও মৌ’লবাদী হা’ম’লার সঙ্গে জ’ড়িত

শহিদুল ইসলাম স্বাধীন নামে জনৈক ব্যক্তি যুবলীগের কোনো সাংগঠনিক ইউনিটের সঙ্গে জ’ড়িত ছিলেন না বা নেই। ২০০৭ সালের পর থেকে দিরাই ও শাল্লায় যুবলীগের কোনো সংগঠনিক কমিটি নেই।

তাই যারা শহিদুল ইসলামকে যুবলীগের নেতা বলে প্রচার করছেন, সেটা সঠিক নয়। এটা মূল ঘটনাকে আড়াল করার ষ’ড়য’ন্ত্র।সংবাদ সম্মেলনে সংগঠনের জেলা কমিটির সদস্য নুরুল ইসলাম বজলু, সবুজ কান্তি দাস, সীতেশ তালুকদার মঞ্জু প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার রাত দেড়টার দিকে হি’ন্দু ধ’র্মাব’লম্বীদের বাড়িতে হা’ম’লার ঘটনায় দায়ের করা মা’মলার প্রধান আ’সামি শহিদুল ইসলাম স্বাধীনকে গ্রে”ফতার করে পিবিআই সিলেট। স্বাধীন ছাড়াও ভাং’চু’র ও লু’টপা’টের ঘটনায় আরও ২২ জনকে গ্রে’ফতার করা হয়।

About staff reporter

Check Also

আল জাজিরার রিপোর্ট বাংলায়- মোদিবিরোধী বিক্ষোভের পরে বাংলাদেশ ইসলামপন্থী দলটির বিরুদ্ধে

হেফাজতে ইসলামের প্রভাবশালী নেতা গত মাসে ভারতীয় নেতার সাক্ষাতকারের বিরুদ্ধে মারাত্মক বিক্ষোভের জন্য গ্রেপ্তার হওয়া …