গতকাল রবিবার হেফাজত ইসলামের ডা’কা সকাল-সন্ধ্যা হরতাল সফল দাবি করেছেন হেফাজত ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী।
গতকাল রবিবার বিকেলে হাটহাজারীতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।এ সময় হেফাজত আমির সাংবাদিকদের বলেন,
গত ২৬ মার্চের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ গু’লি চালায়। এর প্রতিবাদে হেফাজত ই’সলামের পক্ষ থেকে হরতা’লের ডাক দেওয়া হয়। সারাদেশে শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হয়েছে।
বাবুনগরী বলেন, এ হরতা’লে সাধারণ জনগণ সাড়া দিয়েছে। আশা করছি দেশে ই’স’লা’মবিরোধী কোনো কাজ হলে জনগণ ঝাঁপিয়ে পড়বে। হেফাজত বাধ্য হয়ে এ হরতা’লে ডাক দিয়েছে। আমাদের হরতাল ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে।
এ সময় হরতাল চলাকালে নেতা-কর্মীদের ওপর হা’ম’লা চালানো হয়েছে দাবি করে হেফাজত আমির বলেন, বিভিন্ন জায়গায় আমাদের নেতা-কর্মীদের ওপর জুলুম নি’র্যা’তন করা হয়েছে। আম’রা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সরকারের প্রতি অনুরোধ এ হা’ম’লা যাতে বন্ধ করে। যারা নি’হ’ত হয়েছে তাদের ক্ষতিপূরণ দিতে হবে, যারা আ’হত হয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং যারা গ্রে’প্তা’র হয়েছেন তাদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে। অন্যথায় সারা দেশের হেফাজত নেতা-কর্মীদের সঙ্গে আলোচনা করে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।