Breaking News

শিশু বক্তা খ্যাত মাওলানা রফিকুল ইসলাম মাদানি আটক ? (ভিডিও সহ)

স্টাফ রিপোর্টারঃ সোশ্যাল মিডিয়া ফেসবুক জুড়ে ভাইরাল গতকাল রাত অনুমানিক ২.৩০ মিনিটের সময় শিশু বক্তা খ্যাত মাওলানা রফিকুল ইসলাম মাদানিকে আটক করা হয়েছে নিজ বাড়ি থেকে।

আটকের আগে রফিকুল ইসলাম তার ফেসবুক থেকে জানান জানিনা আটক না গুম কোনটা করা হচ্ছে এর পর থেকে অনেকে ভিডিও করে পোস্ট দিয়ে জানাচ্ছেন রফিকুল ইসলামকে আটক না গুম করা হয়েছে সন্ধান চাই। অনেকে জানাচ্ছেন রফিকুল ইসলামকে

তিনির নিজ বাড়ি থেকে Rab পরিচয়ে নিজ বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে। তবে আসলে কে বা কাহারা কোন বাহিনী বাড়ি থেকে নিয়ে এসেছে আটক করা হয়েছে কিনা এর কোন রিসেন্ট আপডেট নেয়া সম্ভব হয়নি। তবে বেলা বাড়ার সাথে সাথে আপডেট পাওয়া যাবে বলে আশাবাদী। গত কয়েক দিন আগে

আটকের খবর যে ভিডিও মারফতে পাওয়া যায় সেই ভিডিও দেখতে এখানে ক্লিক করুন । গত কয়েকদিন আগে শিশু বক্তা খ্যাত রফিকুল ইসলাম মাদানিকে একটি কর্মসূচি থেকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনী তার কিছুক্ষন পর থানা থেকে ছেড়ে দেয়া হয়। অন্য দিকে হে’ফাজতের হরতাল কর্মসূচিতে যারা ভাংচুর , জালাও পুড়াও করেছে তাদেরকে ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনী আটক করতে দেখা যাচ্ছে গত কয়েকদিন থেকে। ।

About Tahsin Rahman

Check Also

এবার তৃতীয় বিয়ের দাবি মাওলানা মামুনুল হকের

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সেক্রেটারি মাওলানা মামুনুল হক তৃতীয় বিয়ের দাবি …