নাসির নামটি শুনলে মনে হয় যেন এই নামের একটা লোকের সাথে জড়িয়ে আছে নানা রখম বেহায়াপনার ইতিহাস। তাইতো খ্যাতি পেয়েছে ব্যাড বয় নাসির। নাসির ও তার স্ত্রী গতকাল সংবাদ সম্মেলন করে গত অনেক কিছুই জবাব দিয়েছেন
আবার শাক দিয়ে মাছ ডাকার মত কিছু কথা প্রশ্ন করা হয়েছিল রাকিবের সাথে কথা হয়েছিল এই বিষয় নিয়ে নাসির মানে ব্যাড বয় খ্যাত নাসির জবাব দিয়েছে হা কয়েক সেকেন্ড কথা হয়েছে ৩০/৩৫ সেকেন্ডের মত
আমি যদি ভুল না করি সেই কথার অডিও রেকর্ড সবাই শুনতে পেয়েছি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে তা ছিল ৪ মিনিটের ও উপরে। এবার আসি তামিমার কথায়
আমার ৩টা প্রশ্ন ১) তালাক দেয় ২৩শে ডিসেম্বর ২০১৬ই; তারিখে। দিন ছিল শুক্রবার। ২) তালাত approved হয় ২২শে এপ্রিল ২০১৭ই; তারিখে। দিন ছিল শনিবার।
আমরা জানি ২টা দিনই সরকারি বন্ধের দিন। ৩) যদি উক্ত সময়ের মধ্যে তাদের তালাক হয়ে থাকে তাহলে তামিমার পাসপোর্টে ৪ঠা মার্চ ২০১৮ই; স্বামীর জায়গায় রাকিবের নাম কেনো আসবে? এইটা ও ছিল মিথ্যাচার।
সংবাদ সম্মেলনে শিখানো মি’থ্যাচার বক্তব্য দিতে গিয়ে বিব্রত হয়ে খেয় হারিয়ে ফেললে পাশে থাকা ব্যাড বয় খ্যাত নাসির পিঠ চাপড়ে সাহস দিতে দেখা যায়।