Breaking News

রক্তের দাগ শুকায়নি রিফ্রেশমেন্ট কি জরুরী ছিল- কিছু প্রশ্ন সরকার ও মামুনুল হকের কাছে (ভিডিও)

প্রিসিলা, একজন ইয়াং অনলাইন একটিভিটিস শুধুর আমেরিকা থেকে সোশ্যাল মিডিয়ায় সম সাময়িক লাইভ, ভিডিও করে থাকেন একজন ক্লিন ইমেজের একটিভিটিস হিসেবে পরিচিত গতকাল একটি ভিডিও করে জানতে চান- মামুনুল একটি নাম কোটি প্রশ্ন-

মামুনুল হককে যদি অবৈধ নারী সহ আটক করে থাকেন তাহলে কেন ছেড়ে দিলেন কিসের যুক্তিতে? ছেড়ে দেয়ার পর কেন এত কথা হচ্ছে নিচ্ছই বিষয়টা সবাই বিবেচনা করবেন। মামুনুল হকের কাছে প্রশ্ন রাখেন আপনার এক ডাকে লাখ লাখ মানুষ বের হয়ে আসে অনেক লোক জিবন দিয়েছে আপনার ডাকে।

অনেক মানুষ রক্তাক্ত হয়েছে তাদের রক্তের দাগ এখনও শুকায়নি। এই সময়টা কি উচিত ছিল এতই জরুরী ছিল আপনার রিফ্রেশমেন্ট এর? সারাদেশের মানুষ আপনাদের

আন্দোলন দেখেছে অন্যদিকে ক’রোনায় ভুগছে মানুষ আছে অভাবে আর আপনি একজন কথিত স্ত্রী নিয়ে চলে গেলেন রিসোর্টে। এইটা কি কোন নেতা শুল্ভ আচরণ ছিল। যারা মারা গেছে তাদের বাবা মা হয়ত কাজ করতে পারছেননা

হয়ত তাদের ঘরে খাবার নাই এই সময়ে এত টাকা খরচ করে রিসোর্টে যাওয়া কি বেমানান নয়? আপনি এই সময় কাউকে কিছু না জানিয়ে এই জায়গায় যাওয়ার কারনে আপনার সকল ভক্তদের কষ্ট দিয়েছেন। আপনার সামান্য রিফ্রেশম্যানট এর সুযোগে যে সরকার ছিল আন্দোলনের কারনে অস্থির তাদেরকে দিয়েছেন এখন আরামে থাকার সুযোগ করে।

মাঝ খানে কিছু মানুষের প্রাণ গেল। সব সময় নেতারা ইনজয় করে আর প্রাণ যায় সাধারন মানুষের। আপনার মত মানুষের রিসোর্টে স্ত্রীর নাম ভুল বলা বেমানান। কেন বার বার দ্বিতীয় স্ত্রীর নাম ভুল বললেন মিথ্যার আশ্রয় নিলেন? কেন আপনি সময় নষ্ট করছেন বিষয়গুলা কেন ক্লিয়ার করছেননা। যত দেরি করছেন গুজবে তত কান দেয়ার সুযোগ করে দিচ্ছেন। আমি বলছিনা আপনি মিথ্যা বলছেন কারন আপনি বার বার আল্লাহ্‌র কসম করে বলেছেন আপনি সত্য তাহলে কেন বিষয়টা ক্লিয়ার করছেন না।

আমার অনুরোধ থাকবে আপনি যাদের নিয়ে কথা হচ্ছে আপনি প্রেস কনফারেন্স করেন তাহলে আপনার লাখ লাখ ভক্ত আরামে ঘুমাতে পারবে। আর যদি আপনি ভুল করেন তাহলে লাইভে বলে দিন কারন এদেশের মানুষ কিছুদিন গেলে সব ভুলে যায়। সবচেয়ে বড় দুর্ভাগা এদেশের মানুষ কারন ভুল মানুষকে বিশ্বাস করে। অনেকে এখনও আপনাকে সমর্থন করছে তার মানে এই নয় যে আপনার অরাধকে সাপোর্ট করছে। প্রিসিলার ভিডিও লিংক – ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

About Tahsin Rahman

Check Also

রিমান্ড শেষ রফিকুল ইসলামের

আজ দুপুরে দুই দিনের রিমান্ড শেষে রফিকুল ইসলাম মাদানীকে ফের গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ …