Breaking News

বের হয়ে আসছে ! সংক্ষিপ্ত সময়ের স্কিপটে যা হয়

গতকাল থেকে মামুনুল হক টপিক ভাইরাল। ভাইরাল হওয়া ভিডিও ছবি লাইভ দেখে কিছুটা সময় ভাবলাম স্বাধীন দেশে এভাবে একজন মানুষকে জিজ্ঞেস করতে পারে স্ত্রী তাহলে হোটেলে কেন ? হোটেলে কি স্ত্রী নিয়ে যাবে নাকি গার্ল ফ্রেন্ড নিয়ে যাবে? এইসবে সময় ক্ষেপন না করে মুল বিষয়টায় আসা যাক

ঘটনার পর একের পর এক অডিও ভাইরাল হচ্ছে বড় বড় সংবাদ মাধ্যম ফলোয়াপ করে প্রচার করছে ভিডিও ফুটেজ এখন সব মাধ্যমে ভাইরাল। কিছু ভিডিও ছবি দেখে যে পার্থক্য দেখলাম তা তুলে ধরছি-

ভিডিওতে বোরকার কালার পরিবর্তন অনেকে যুক্তি দিচ্ছে মোবাইলের কারনে তাহলে দেয়াল হেঙ্গারে রাখা টাওয়াল পানির বোতল যার লেভেল কয়েক রঙের সেইসবের রং কেন পরিবর্তন হলোনা? একটা ছবি ঘটনার সময়কার লাইভ থেকে স্কিন শর্ট নিলাম

সেইটা দরজার সামনে মামুনুল হকের স্ত্রী দাঁড়ানো পিছনের দরজার ফাক দিয়ে বাথরুম দেখা যাচ্ছে সেখানে যে বেসিন ও পরে ভাইরাল রেকর্ড ভিডিওতে যে বেসিন দেখা যাচ্ছে দুইটার নিছের অংশের মিল নাই। আপনারা যাচাই করে নিতে পারেন নিজের মত করে।

প্রথমে বেসিনের উপর কোন পানির বোতল দেখা যাচ্ছেনা। পরের ভিডিওতে বেসিনের উপর পানির বোতল রাখা দেখা যাচ্ছে। এত বড় একটি ঘটনা সেখানে এই ফাকে বাথরুমে নিয়ে মিনারেল পানির বোতল রাখার মত কি কাহারো সেন্স আছে ? দরজার সামনে দাঁড়ানো মামুনুল হকের স্ত্রীর মুখমণ্ডল বুরকা দিয়ে ডাকা নয় হয়ত তখনকার পরিস্থিতিতে সম্ভব ছিলনা তাহলে পরে যখন ভিডিও করা হলো বাথরুমে কেন আর সেখানে মুখমণ্ডল ঘুরা কেন?

ঘটনার সময়কার বিভিন্ন লাইভের ফুটেজে দেখেছি বেশ কয়েকবার আশেপাশে মামুনুল হকের স্ত্রীকে অবস্থান করেতে। তাহলে ঐ ভিডিও করার সময় কেন প্রশ্ন করা হলো আপনি বাথরুমে কেন আসলেন ? তিনি তো আপনার স্বামী আপনি বাথরুমে কেন? অনন্যা সব লাইভে বাহিরা দেখলাম ছবিতে দেখলাম বাহিরা আর ঐ ভিডিও বানাতে কেন বাথরুমে নিয়ে যাওয়া হলো আর সে কথা ফোকাস করে জিজ্ঞাসা করা হচ্ছে ?

সবার সামনে একজন নারী মুখে হিজাব ছাড়া আছেন আর বাথরুমে নিয়ে জিজ্ঞেস করতে হিজাব আবার যদি ঐ সাদা পোশাকের নারী আইন শৃঙ্খলা বাহিনীর কেউ হয়ে থাকেন এই রকম একটা পরিস্থিতিতে রেকর্ড করতে মুখ ঢাকা এলাও করতেন ?

About Tahsin Rahman

Check Also

রিমান্ড শেষ রফিকুল ইসলামের

আজ দুপুরে দুই দিনের রিমান্ড শেষে রফিকুল ইসলাম মাদানীকে ফের গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ …