Breaking News

মুমিনুলের জন্য দোয়া চেয়েছেন তাসকিন আহমেদ

মুমিনুল হকের ডান-হাতের বুড়ো আঙুলে অস্ত্রোপচার করা হয়েছে গত পরশু।
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের বুরজিল হাসপাতালে তার অস্ত্রোপচারের খবর জানিয়েছেন জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ।

বুধবার তাসকিন নিজের অফিশিয়াল ফেসবুক পেজে মুমিনুলের অস্ত্রোপাচার- উত্তর ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন,

‘বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক ভাই সংযুক্ত আরব আমিরাতে আঙুলের অ’পারেশন করিয়েছেন। তার জন্য সবাই প্রার্থনা করুন।’

গত ২৮ নভেম্বর ব’ঙ্গবন্ধু টি ২০ কাপে জেমকন খুলনার বিপক্ষে ম্যাচে ফিল্ডিং করার সময় ডান-হাতের বুড়ো আঙুলে চোট পান গাজী গ্রুপ চট্টগ্রামের ২৯ বছর বয়সী ব্যাটসম্যান মুমিনুল হক।ম’ঙ্গলবার সকালে চিকিৎসার জন্য দুবাই যান তিনি। ব’ঙ্গবন্ধু টি ২০ কাপে আর খেলা হচ্ছে না তার।

About jannatul ferdous

Check Also

গভীর রাতে লাইভে এসে সহযোগিতা কামনা অতঃপর পুলিশের সহযোগীতায় স্ত্রী মুক্ত: ভিডিও সহ

শুক্রবার (০৯ এপ্রিল) ভোর ৩টার দিকে লাইভে এসে মামুনুল হক ফেসবুক লাইভে এসে বলেন সম্মানিত …