আটকের কয়েক ঘণ্টা পর মুক্তি পেয়েছেন ‘শিশুবক্তা’খ্যাত মাওলানা রফিকুল ইসলাম। বৃহস্পতিবার (২৫ মার্চ) পল্টন থানা থেকে ছাড়া পাওয়ার পর ফেসবুক লাইভে এসে নিজেই একথা জানিয়েছেন।
বিকেল ৫টা ১০ মিনিটে ফেসবুক লাইভে মাওলানা রফিকুল বলেন, আমি শুধু আপনাদের সমানে এসেছি এটা বিষয় জানানো জন্য যে, আমি এখন সম্পূর্ণ মুক্ত। পল্টন থানায় কিছুক্ষণ ছিলাম। এখন খুব টায়ার্ড। পরে সবকিছু বলবো।
তিনি বলেন, আমি কাউকে দেখানোর জন্য সেখানে (মতিঝিলে) যায়নি। আমি ইসলামী মূল্যবোধ থেকে…, যে মোদি বাংলাদেশে আসবে, তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হবে,
লাল গোলাপের শুভেচ্ছা দেওয়া হবে, সেটা দেখতে একজন মুসলমান হিসেবে খারাপ লাগবে।তিনি আরও বলেন, গাজীপুরে আমার মাদ্রাসায় মাহফিল আছে। যেকারণে আমি গাড়ি নিয়ে মতিঝিল থানা থেকে মাদ্রাসার দিকে যাচ্ছি।
এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে সকালের দিকে রাজধানীর মতিঝিল শাপলাচত্বর এলাকায় বিক্ষোভ করেন বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদের নেতাকর্মীরা।
এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে রফিকুল ইসলাম মাদানিকে আটক করে।