আজকাল কোন কিছু হলেই কোনটা সত্য কোনটা মিথ্যা সহজে যাচাই বাচাই করা কঠিন হয়ে যায় একটি মহল সত্য প্রকাশ না করে পক্ষে বিপক্ষে গুজব ছড়িয়ে মুল বিষয়টাকে ধামাচাপা দেয়ার আপ্রান চেষ্টায় থাকে যদিও তাদের এইসব গুজব সময়ের মধ্যে ধরা পড়ে যায়-
মামুনুল হকের সাথে ঘটে যাওয়া ঘটনার পর একের পর এক মিথ্যাচার গুজব চলছে সোশ্যাল মিডিয়া জুড়ে তেমনি- নারায়ণগঞ্জের এসপি জায়েদুল আলম বয়কোট ৭১ টিভি একটা ফোনালাপ প্রকাশ করেছে সেটা শুনে আমি কিছু মিলাতে পারছিনা!
বুঝলাম না, মামুনুল হক সাহেবের ঘটনার লাইভটি আমি সেই শুরু থেকেই দেখছিলাম, হাজার হাজার হেফাজত সদস্যরা উনাকে মিছিল করে নিয়ে গেলো। উনি ঈদগাহ্ মাঠে বক্তব্য রাখলেন পুরোটা সময় লোকজনের শব্দে উত্তাল।
এর মধ্যে স্ত্রীর সাথে উনি কথা বল্লেন আর সেই ফোনালাপে কোন বাহ্যিক শব্দ শোনা গেলো না! আমি তো কিছু বুঝলাম না.. আরে কেমনে কি.. আটকও নয়! গ্রেফতারও নয়! আমরা উনাকে দুস্কৃতিকারীদের হাত থেকে উদ্ধার করেছি!
ভালোবাসা অবিরাম স্যার..সেলুট জানাই আপনাকে. এই বক্তব্য রীতিমত ভাইরাল তবে ইহা সম্পূর্ণ মিথ্যা ইহা যে মিথ্যা প্রমানে নারায়নগঞ্জ জেলা পুলিশ এক বিবৃতি দেয় তা হলোঃ-
‘দৃষ্টি আকর্ষণ’’..সম্প্রতি ফেইসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশ সুপার, নারায়ণগঞ্জ এর বরাত দিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতা জনাব মামুনুল হক’কে নিয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। প্রকৃতপক্ষে পুলিশ সুপার, নারায়ণগঞ্জ এ ধরণের কোন বিবৃতি প্রদান করেননি। সংশ্লিষ্ট সকলকে এ ধরণের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হল।