ছোটপর্দার দুই জনপ্রিয় অ’ভিনয়শিল্পী তারিক আনাম খান ও সুমাইয়া শিমু বিয়ে করেছেন। দুজনের বয়সের ব্যবধান অনেক। তারপরও তারা একে অ’পরের হাতে হাত রেখে ঘর বাঁধলেন।
চ’মকে যাওয়ার মতো মনে হলেও ঘটনাটি বাস্তবে নয়। ‘ওয়াটার’ শিরোনামের একটি নাট’কের দৃশ্যে স্বামী-স্ত্রীর ভূমিকায় ধ’রা দিয়েছেন তারিক ও সুমাইয়া। রুম্মান রশীদ খানের গল্পে সীমা’ন্ত সজল নাট’কটি পরিচালনা করেছেন।
গল্পে দেখা যায়, অ্যাকুয়াফোবিয়ায় আ’ক্রা’ন্ত তারিক আনাম পানি দেখলে ভীষণ ভ’য় পান। কিন্তু কেন পানিতে তার এত সমস্যা, কেনইবা স্বাভা’বিক গোসলেও তার অ্যালার্জি তা বুঝতে পারেনা স্ত্রী সুমাইয়া শিমু।
দিনের পর দিন স্বামীর অ’স্বাভা’বিক আচরণে হাঁপিয়ে ওঠে শিমু। একসময় শিমু বুঝতে পারে পানির অ’পর নাম যেমন জীবন, তেমনি ম’রণও।নাট’কটি প্রসঙ্গে তারিক আনাম খান বলেন,
‘মনস্তাত্ত্’বিক কিছু ঘটনা নিয়ে অন্য ধরনের একটি গল্পে নাট’কটি তৈরি হয়েছে। অ’সংখ্য নাট’কের ভিড়ে দর্শক এই নাট’ক দেখে ভিন্ন স্বাদ পাবে বলে বিশ্বা’স করি।’