নাসির নাসির ব্যাড বয় খ্যাত নাসির এই নামটি গত কয়েকদিন থেকে শুনতেছি এমন না এই নামটা ক্রিকেট খেলে যত ভাইরাল হয়েছে তার চেয়ে বেশী ছড়িয়েছে তার খারাপ কর্মে।
(পাটক অনুরুধ লিখাটা পড়ে যদি মনে হয় যৌক্তিক তাহলে ছড়িয়ে দিন) তাইতো সে গতকাল প্রেস কনফারেন্সে বলেছে আমি ক্রিকেট খেলোয়াড় মানুষ খারাপ ও বলে আবার ভাল বলে তাই আমি এইসব নিতে পারব তামিমা, তামিমার পরিবার এইসব নিতে পারছেনা
তারা সাধারন মানুষ বাহ নাসির বাহ কত বড় নির্লজ্জ হলে এমন বলতে পারে খারাপ কাজ করে মানুষের সমালোচনা সে নিতে পারবে। নাসির এই কথা বলে ক্রিকেট খেলোয়াড় না বলে যদি বলতো আমি এমনি আমি এইসব নিতে পারি আমি অভ্যস্ত হয়ে গেছি কারন অতিতে এইসব আমার চরিত্রে এসেছে তাহলে কিছু বলতাম না।
কিভাবে বলেছে সে ক্রিকেট খেলোয়াড় এইসব নিতে পারে ক্রিকেট আমাদের সম্মানের গর্ভের একটা জায়গা এই নামটি জড়িয়ে উদাহরণ দেয়া কোন ভাবে ঠিক হয়নি।
তামিমা তাম্মি সংবাদ সম্মেলনে বলেছে তার ডিভোর্স হয়েছে ২০১৬ সালে রাকিব হাসানকে ‘স্ত্রী কর্তৃক তালাক নোটিশ’ দিয়েছেন। ও ২০১৭ সম্পন্ন হয়েছে। অন্যদিকে তার পাসপোর্টে দেখা যায় ২০১৮ সালে রাকিব হাসানকে স্বামী ‘উল্লেখ’ করে ‘পাসপোর্ট’ ইস্যু করেছেন তামিমা।
সংবাদ সম্মেলনে দেয়া ‘স্ত্রী কর্তৃক স্বামীকে তালাকের নোটিশ: গতকালের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের হাতে একটি কাগজ দিয়েছেন তামিমা তাম্মী,
ক্রিকেটার নাসির এবং তাদের আইনজীবী ব্যারিস্টার আসিফ বিন আনোয়ার। যে কাগজের শিরোনাম ‘স্ত্রী কর্তৃক স্বামীকে তালাকে নোটিশ’।
যেটিতে উল্লেখ করা হয়েছে ২০১৬ সালের ২৩ ডিসেম্বর তামিমা তাম্মী তার রাকিব হাসানকে তালাক প্রদানের নোটিশ দিয়েছেন। মামলার ডকেটে সংযুক্ত তামিমার ‘পাসপোর্ট’ তাহলে কেন তামিমা রাকিবকে স্বামী উল্লেখ করে পাসপোর্ট নিয়েছে ? মিথ্যা ঘোষণা দিয়ে পাসপোর্ট নেয়া এইটা বড় আইনগত অপরাধ যদি ২০১৬ সালে ডিভোর্স হয়ে থাকে পাসপোর্ট নেয়ার কারনে মামলা হওয়া জরুরী। এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষ বিষয় নিবেন এইটাই আশাকরি। মেইলবক্স থেকে