Breaking News

পড়াশোনা ভালো লাগেনা, আমার বিয়ে দিয়ে দাও (ভিডিও)

বাচ্চারা পড়াশোনা করতে চায় না এটা স্বাভাবিক। পড়তে বসালে একেক সময় একেকটা বায়না ধরে। আমার ঘুম আসছে, আমরা পেটে ব্যথা করে, আরো কতো কি?

তবে কখনো কি শুনেছেন, যে বাচ্চাকে পড়তে বসালে বলে আমাকে বিয়ে দিয়ে দাও এই কথা? কি শুনে একটু অবাক হলেন? অবাক হওয়ারই কথা। তেমনটাই করেছে ছোট একটি বাচ্চা।

সম্প্রতি একটি ভিডিও দেখা যায় একটি বাচ্চা ছেলে টিউশন পড়তে এসেছে কোনো একটি ম্যাডামের কাছে এবং সে বায়না ধরেছে যে তার পড়াশোনা করতে নাকি ভালো লাগেনা।

বরং সে তার বাড়িতে বাবাকে অনেকবার বলেছে যেন তাকে বিয়ে দেয়। তার পড়াশোনার বদলে এই মুহূর্তে বিয়ে করতে ভালো লাগছে।সে নিজের ইচ্ছা প্রকাশ করেছে। বলে বিয়ে করার পর তার শ্বশুর বাড়িতে থাকতে নাকি খুব ভালো লাগবে।

এমন এক অলীক কল্পনাতে ভেসে রয়েছে ওই বাচ্চাটি। রীতি-মতো এই ঘটনাটি সামনে আশাতে ব্যাপক পরিমাণে হাসির পরিবেশ সৃষ্টি হয়েছে গোটা দুনিয়া জুড়ে। তার পাশাপাশি মুহূর্তের মধ্যে জনপ্রিয়তা লাভ করেছে ওই বাচ্চা ছেলেটি। ডেইলি বাংলাদেশ

 সেই ভিডিও দেখতে এখানে ক্লিক করুন!

About staff reporter

Check Also

ছেলেকে ভাই ডাকার কারণ জানালেন শ্রাবন্তী

২০০৩ সালে নির্মাতা রাজিব বিশ্বাসের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন শ্রাবন্তী। স্বামী রাজিব বিশ্বাসের সঙ্গে পরে …