Breaking News

প্রমাণ হিসেবে ভিডিও ফুটেজ দেখারও আহ্বান- পদত্যাগ করতে চাওয়া আমির

সংগঠন থেকে পদত্যাগ করতে চাওয়া বাংলাদেশ হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ও নারায়ণগঞ্জ জেলা শাখার আমির মাওলানা আব্দুল আউয়াল,গতকাল শুক্রবার তিনি আমাদের প্রতিনিধিদের এক প্রশ্নের জবাবে বলেন

আমি হেফাজতে ইসলামের সাথে ছিলাম আছি এর বেশি আর বলতে চাইনা। আমি দলীয় কাজে একটিভ আছি, বিক্ষোভ সমাবেশে তিনি বক্তব্যে বলেন জ্বা’লাও-পো’ড়াও এবং ভা’ঙচুরের সাথে বাংলাদেশ হেফাজতে ইসলামের কোনো নেতাকর্মী জড়িত নয়।

এ জন্য তিনি প্রমাণ হিসেবে ভিডিও ফুটেজ দেখারও আহ্বান জানিয়েছেন । শুক্রবার (২ এপ্রিল) নারায়ণগঞ্জের ডিআইটি রেলওয়ে জামে মসজিদের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি। এছাড়া বক্তারা বলেন,

প্রশাসন আমাদের সঙ্গে থাকবে, আমাদের নিরাপত্তা দেবে। কিন্তু কোন হেলমেট বাহিনী, অমুক লীগ তমুক লীগকে আর আমরা মাঠে দেখতে চাই না। যদি তাদের আবার দেখা যায় তাহলে এবার থেকে প্রতিরোধ করা হবে।

সমাবেশের শেষে নরেন্দ্র মোদি বাংলাদেশে আসার প্রতিবাদে নি’হত হেফাজত কর্মীদের আত্মার শান্তি কামনায় ও আ’হতদের সুস্থতার জন্য দোয়া করা হয়। গতকাল সারাদেশে ববাদ জুমা বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করা হয়। দেশের বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ ভাবে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালনের খবর পাওয়া যায়। কোথাও কোন ধরনের অপ্রীতিকর কোন ঘটনার খবর পাওয়া যায়নি। সারাদেশে কর্মসূচিকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনী ছিল সতর্ক মূলক অবস্থানে।

About jannatul ferdous

Check Also

মন্ত্রী ভুয়া লকডাউন দিছে-মানুষ খাবে কি ?লাইভ টেলিকাস্টে পথ শিশু

করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি বিবেচনায় চলমান সর্বাত্মক লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এদিকে লকডাউন …