ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নি’খোঁজের একদিন পর কাশফিয়া শেফা (৮) নামে এক শিশুর ম’রদেহ উ’দ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ৯টায় উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা
গ্রামের নোয়াহাটি এলাকার একটি ঝোঁপ থেকে ম’রদেহটি উ’দ্ধার করা হয়। এ ঘটনায় প্রতিবেশী রিমি আক্তার, হোসেন মিয়া ও জামিলকে আটক করেছে পুলিশ।পুলিশ জানায়,
শেফা সৈয়দটুলা গ্রামের ফার্নিচার ব্যবসায়ী আব্দুল কাদেরের মেয়ে।তার সঙ্গে প্রতিবেশী মতিন মিয়ার মেয়ে রিমি আক্তারের (২৩) ভালো সম্পর্ক ছিল। শেফা প্রতিদিন
রিমির বাড়িতে গিয়ে খেলাধুলা করত। গত মঙ্গলবার বিকেলে হঠাৎ করে নি’খোঁজ হয় শেফা। তার খোঁ’জে এলাকায় মাইকিং করা হয়। এর পরও তাকে না পেয়ে থানায় অবহিত করেন স্বজনরা।
বুধবার সকালে বাড়ির পাশের একটি ঝোঁপে তার মরদেহ পাওয়া যায়। এ ঘটনার পর স্থানীয়রা রিমিকে আটক করে থানায় সোপর্দ করে।পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান,
শেফাকে ৫০০ টাকার বিনিময়ে প্রতিবেশী হোসেন মিয়ার কাছে বিক্রি করে দিয়েছেন। পরে তাকে সঙ্গে নিয়ে হোসেন মিয়ার বাড়ির পাশের একটি ঝোঁপ থেকে শেফার লাশ উ’দ্ধার করে পুলিশ।
শেফার গলায় আঘাতের চিহ্ন রয়েছে।কানে থাকা স্বর্ণের দুল পাওয়া যায়নি।সরাইল থানার পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন জানান, ময়নাত’দন্তের রিপোর্ট পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।