Breaking News

এবার আইনের আশ্রয় নিচ্ছেন তামিমার দ্বিতীয় স্বামী অলক!

নাসির মানে ব্যাড বয় খ্যাত নাসির ও তামিমার বিবাহ নিয়ে সোশ্যাল মিডিয়া তথা সকল মিডিয়া জুড়ে আলোচনা সেই সাথে এই টপিকটি গত কয়েকদিন থেকে টপ অফ দা কান্ট্রি বলতে পারি। তামিমা তাম্মির স্বামী রাকিব যদি প্রতিবাদ না করতেন নিরবে সহ্য করে

যেতেন হয়ত এই বিষয়টি কেউ জানতনা যদিও নাসিরের বিয়ের পর কিছুটা ভাইরাল ছিল সোবাহ ও নাসির নিয়ে । রাকিব অভিযোগ না করলে কেউ হয়ত জানত না নাসিরের স্ত্রীর আগে একাধিক স্বামী বা বিবাহ ছিল। নাসিরের বর্তমান স্ত্রী এছাড়া রাকিবের ও বলতে পারি।

জানা যায় তামিমা তাম্মির চার বিয়ে টিন স্বামী! বিষয়টা শুনে খটকা লাগলে খবর নিয়ে জানা যায়, রাকিবের সাথে দুই বার বিয়ে হয় প্রথমে বিয়ে করেন তারা টাঙ্গাইলে খুব সম্ভবত তার পর তারা দুজনে ফিরে গিয়ে আবার বিয়ে করেন বরিশালে এর পর

রাকিবের সাথে সংসার করা অবস্থায় তামিমা গোপনে আরেকজনকে বিয়ে করেন। সেখানে ছয়মাস সংসারও করেন ওই ছেলের নাম অলক।। এর পর সদ্য বিয়ে করলেন ব্যাড বয় খ্যাত নাসিরকে।

মোট চার বিয়ে তিন স্বামী। একটি বিশেষ সুত্রে জানা যায়, তামিমা তাম্মি অলকের সাথে করেছেন প্রতারনা! এ বিষয়ে অলকের কাছের একজন বন্ধু বলেন, আপাতত মান সম্মানের ভয়ে আলক নিচ্ছুপ আছেন, তবে যদি তামিমা তাম্মির সাথে হিসাব নিকাশ খুব শিগ্রই সমাধান না হয় তাহলে

গ্রিস প্রবাসী অলক তামিমার বিরুদ্ধে আইনের আশ্রয় নিবেন। এ সময় অলকের কাছের বন্ধু আরও বলেন, তামিমা তাম্মি অলককে বিভিন্ন মাধ্যম ধরে সমাধান করতে চেষ্টা করে যাচ্ছেন। তবে খুব দ্রুত তামিমার বিরুদ্ধে মামলা করতে পারে অলক! অলক তামিমার বিরুদ্ধে মামলা করলে অবাক হবার কিছু থাকবেনা। অলক ইতিমধ্যে মামলার প্রস্তুতি শুরু করে দিয়েছে!

সূত্র: নিউজ বাংলা

About Rumel

Check Also

এবার তৃতীয় বিয়ের দাবি মাওলানা মামুনুল হকের

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সেক্রেটারি মাওলানা মামুনুল হক তৃতীয় বিয়ের দাবি …