গত কয়েক মাস ধরে আলোচনায় এসেছেন নোয়াখালীর কোম্পানিগঞ্জের আওয়ামী লীগ নেতা আব্দুল কাদের মির্জা৷ আব্দুল কাদের মির্জা নির্বাচনী ব্যবস্থা,
দু’র্নী’তি এবং নোয়াখালী অঞ্চলের আওয়ামী লীগের দ্ব”ন্দ্ব-অসং’গতি নিয়ে বক্তব্য দেয়া অব্যাহত রেখেছেন বেশ কয়েক মাসে ধরে। এবার তাকে হ”ত্যা করে তারা নীল নকশা বাস্তবায়ন করবে,
বিশ্বস্ত সূত্রে এমন একটি খবর পেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন কাদের মির্জা! পাঠকদের জন্য কাদের মির্জার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো: বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া গেছে,
আমাকে হ”ত্যার করে তারা এই নীল নকশা বাস্তবায়ন করবে, ২১-০৩-২০২১ তারিখ নোয়াখালী জে’লহা’জতে কা’রাব’ন্দি মিজানুর রহমান বাদলের সঙ্গে একরামুল করিম চৌধুরী ও জেহান দেখা করে একটা নতুন ছক তৈরি করেছে।
নোয়াখালী ৫ আসনে শিউলি একরাম কে এম পি করবে। কোম্পানীগঞ্জ উপজেলার বর্তমান চেয়ারম্যান জনাব শাহাব উদ্দিন সাহেব পদত্যা’গ করে মিজানুর রহমান বাদল কে চেয়ারম্যান করবে। কবিরহাট উপজেলায় সাবাব চৌধুরীর কে উপজেলার চেয়ারম্যান করা হবে ।
কবিরহাট পৌরসভা নির্বাচনকে সামনে রেখে রায়হান বুঝিয়েছে সে মন্ত্রীর লোক কিন্তু আসলে সে একরামুল করিম চৌধুরীর লোক তাই রায়হান কবিরহাট পৌরসভা মেয়র থাকবে এবং বসুরহাট পৌরসভায় আমাকে হ”ত্যা করে ফখরুল ইসলাম রাহাত কে বসুরহাট পৌর মেয়র করা হবে। এই বিষয়ে মন্ত্রীর স্ত্রী ও নিজাম হাজারীর সঙ্গে ফোন আলাপ করে তারা সিদ্ধান্ত করে। এটাই হচ্ছে তাদের নতুন ছক