Breaking News

অভিনেত্রী তানিন সুবহার অ’ন্তর’ঙ্গ ছবি ফাঁ’স

অভিনেত্রী তানিন সুবহার কিছু অ’ন্তর’ঙ্গ ছবি ফাঁ’স হয়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এরইমধ্যে সেই ছবি ভাইরালও হয়েছে। বৃহস্পতিবার রাত থেকেই সোশ্যাল মিডিয়ার বেশ ক’টি প্ল্যাটফরমে

একাধিক অ’ন্তর’ঙ্গ ছবি ঘুরতে দেখা যায়। এসব ব্যক্তিগত ছবিতে নির্দিষ্ট কোনো পুরুষ ছিলেন না, ছিলেন বিভিন্ন মুহূর্তে ভিন্ন ভিন্ন পুরুষ। এ বিষয়টি নিয়ে তানিনের নম্বরটিতে যোগাযোগ করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।

বরিশালের গৌরনদীর মোল্লারহাটের মেয়ে তানিন সুবহার মিডিয়ায় অভিষেক হয় ২০১৫ সালে। আজাদ কালামের পরিচালনায় ‘জমজ’ নাটকে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেন তিনি।

এরপর মীর সাব্বিরের ‘আলাল দুলাল’, সেলিম রেজার ‘সেয়ানা জামাই’, নাহিদ হাসানের ‘ম্যারেজ মিডিয়া ডটকম’ সহ আরো কিছু খ- নাটকে অভিনয় করেছেন।

এরপর চলচ্চিত্রে অভিষেক ঘটে তানিনের। ‘অবাস্তব ভালোবাসা’, ‘মাটির পরী’, ‘স্বপ্নের সাথী’, ‘দেমাগ’, ‘তুই আমার’ প্রভৃতি ছবিতে অভিনয় করেছেন তানিন সুবহা। জানা গেছে, স্বামী পনিরকে ২০০৮ সালে ডিভোর্স দেন তানিন।

সে ঘরে তৃষিতা নামের এক কন্যা সন্তান রয়েছে। এর আগে এই নায়িকার পার্লার ব্যবসার আড়ালে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের খবরও আসে। যদিও সে সময় তিনি সেসব অস্বীকার করেছিলেন। তবে ওবায়দুর নামের এক ব্যবসায়ী তানিনকে গাড়ি উপহার দিয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। উল্লেখ্য, ২০১৫ সালে নিজ বিউটি পার্লারের কর্মী টুনিকে অ’পহরণ এবং অ’নৈতিক সম্পর্কে জ’ড়ানোর অ’ভিযোগে গ্রে’প্তার হয়েছিলেন তানিন সুবহা। অ’পহরণ ছাড়াও তার বিরুদ্ধে নানা অ’নৈতিক কর্মকা’ণ্ডের অ’ভিযোগ রয়েছে। মা’মলাটি এখনও বি’চারাধীন। গত ২৮শে অক্টোবর টুনি নামের এক বিউটিশিয়ানের পরিবারের অ’ভিযোগের ভিত্তিতে তানিনকে গ্রে’প্তার করে রাজধানীর সবুজবাগ থানা পুলিশ।

About staff reporter

Check Also

ছেলেকে ভাই ডাকার কারণ জানালেন শ্রাবন্তী

২০০৩ সালে নির্মাতা রাজিব বিশ্বাসের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন শ্রাবন্তী। স্বামী রাজিব বিশ্বাসের সঙ্গে পরে …