ছবিটি মুক্তির পাবে আগামী বছর। শুটিং শুরু হলেও ছবিটির নাম এখনও ঠিক হয়নি।
সিনেমাটি প্রযোজনা করছেন দীনেশ ভিজান।
মুনিয়া এর আগে ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান সিজন ২’ দিয়ে সিরিজে আত্মপ্রকাশ করেন।
সম্প্রতি একটি আউটলেটের প্রতিবেদনে জানা যায়, মুনিয়া আয়ুষ্মান খুরানার বিপরীতে একটি আকর্ষণীয় প্রকল্পে অভিনয় করবেন। এতে সাসপেন্সের পাশাপাশি হাস্যরসও রয়েছে।

বলিউডে সামান্থা কতটা সফল হবেন সেটি দেখার অপেক্ষায় দর্শক। তবে তার ভক্তদের আশা, মুনিয়ার অভিনয়শৈলী দিয়ে সবার মন জয় করে নেবেন।