ফেসবুকে নৌকা ডুবানোর আহ্বান জানানো নয়ন এখন ছাত্রলীগ সভাপতি

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়ন ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটির নতুন সভাপতি হারুনুর রশিদ নয়নকে ঘিরে দলীয় নেতা-কর্মীদের মাঝে বিতর্কের ঝড় উঠেছে।
বিগত ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে প্রকাশ্যে ভোট করেও মোটা অঙ্কের অর্থের বিনিময়ে এখন ছাত্রলীগের সভাপতি হয়েছেন মর্মে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এসব কারণে তাকে নিয়ে উপজেলাজুড়ে সমালোচনা ও বিতর্ক চলছে।
ওই ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র ৭ নেতার অভিযোগ, সভাপতি হারুনুর রশিদ গেল ইউপি নির্বাচনের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আবু সালেহ মিন্টু ফরায়েজীর বিরুদ্ধে প্রকাশ্যে ভোট করেছে। নৌকা ডুবানোর আহ্বান জানিয়ে নিজের বাবা বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর পক্ষে (মোটরসাইকেল) প্রতিদিনই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল। এখন ২ লাখ টাকার বিনিময়ে সে সভাপতি বনে গেছে!
নবনির্বাচিত সভাপতি হারুনুর রশিদ নয়ন নিজেও দম্ভ করে স্বীকার করে বলেন, আমি নৌকার বিরুদ্ধে ভোট করেছি। একই সাথে তিনি বলেন, এটি সত্য, আমার বাবা আবদুর রশিদ মোল্লা স্বতন্ত্র প্রার্থী হওয়ায় মোটরসাইকেল মার্কার ভোট করেছি আমি।
গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) উপজেলা ছাত্রলীগ নতুন এ কমিটি ঘোষণা করেন। এতে হারুনুর রশিদ নয়নকে সভাপতি ও জাহিদ হাসান বিজয়কে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।
দলীয় সূত্র জানায়, সম্প্রতি মোল্লারহাটে উত্তর চরবংশী ইউনিয়ন ছাত্রলীগের কর্মী সমাবেশ হয়। সেখানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন ও কেন্দ্রীয় যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ আলী খোকনসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। তখন মোহাম্মদ আলী খোকন বলেছেন, আমি এ ইউনিয়নে নৌকার নির্বাচন করতে এসে ছাত্রলীগের একটি নেতাকর্মীকেও পাশে পাইনি। এখন কমিটির শীর্ষ পদে যেন এমন কাউকে পদায়ন করা না হয়। তাদের কিছু শাস্তি হওয়া প্রয়োজন। তবুও নতুন কমিটির সভাপতি করা হয়েছে বিতর্কিত হারুনুর রশিদকে।
ওই সূত্র জানায়, নতুন ইউনিয়ন কমিটিতে ফজলে রাব্বি রাকিবকে সহ-সভাপতি মনোনীত এবং আল আমিন হোসেন আকাশকে উপজেলা কমিটির সদস্য করার জন্য জেলা নেতাদের কাছে সুপারিশ করা হয়। এতে উপজেলা কমিটির আহবায়ক পাপেল মাহমুদ, যুগ্ম আহবায়ক কাউসার হোসেন, নুর নবী সুজন, ফখরুল আলম, হুমায়ুন কবির, হাওলাদার মো. সুমন সই করেছেন।
জানতে চাইলে রায়পুর উপজেলা ছাত্রলীগের আহবায়ক পাপেল মাহমুদ বলেন, সভাপতির বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ করেননি। সে নৌকার বিরুদ্ধে ভোট করেছে কিনা আমার জানা নেই। টাকা লেনদেন বা কমিটি বিক্রির অভিযোগ মিথ্যা।
তবে দক্ষিন চরবংশী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মনির হোসেন মোল্লা বলেন, হারুনুর রশিদ দলের বিরুদ্ধে ইউপি নির্বাচনে অংশ নেয়াসহ বিভিন্নভাবে অসাংগঠনিক কর্মকাণ্ডে জড়িত। সে কোনভাবেই ছাত্রলীগের সভাপতি হওয়ার যোগ্য নয়। তাকে সভাপতি না করার জন্য উপজেলা ছাত্রলীগ ও আওয়ামী লীগ বরাবর লিখিত আপত্তি জানিয়েছি। তবুও অদৃশ্য কারণে তাকে ছাত্রলীগের সভাপতি বানানো হয়েছে। হয়তবা টাকার বিনিময়ে তাকে এ পদে ঘোষনা দেয়া হয়েছে। তাকে সভাপতি ঘোষণা দেয়ায় দলীয়দের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।