দেশজুড়ে
মাইক পোস্টার কিছু নাই গরীবের বন্ধু ৩০ হাজার ভোটে চমক দেখালেন

অভিনন্দন গরিবের মেয়র শাজাহান মাস্টার। হেরে গেলেও যথেষ্ট সম্মানজনক ও মানুষের আস্থা অর্জন করে তৃতীয় স্থান অর্জন করেছেন।
চমক দেখালেন আপনি। শাহজাহান মাস্টার আসলেই গরীবের বন্ধু! প্রকৃতপক্ষে এদের মতো মানুষ নির্বাচিত হওয়া উচিৎ! সাদামাটা প্রচারণাতেই প্রায় ৩০ হাজার ভোট পাওয়া
কোনো ছোটখাটো বিষয় না।
আমার কাছে এই শাহজাহান মাস্টার-ই প্রকৃত বিজয়ী! আগামীর জন্য শুভকামনা। আমার দৃষ্টিতে শাহজাহান মাষ্টার বিজয়ী!
জার নেই কোন কর্মি, নেই তার টাকা পয়সা, না আছে লম্বা চাপাবাজি বক্তব্য, এতো কিছুর পরেও প্রায় ৩০ হাজার মানুষের ভালোবাসা পেয়েছেন, স্যালুট🙋♂️🙋♀️ শাহজাহান মাষ্টার আপনাকে,,,