চান্দিনায় আ.লীগ নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল

দেশজুড়ে: কুমিল্লার চান্দিনায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ হোসেনের আপত্তিকর ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে তার সঙ্গে এক নারীকেও আপত্তিকর অবস্থায় দেখা গেছে। ভিডিওটি উপজেলাজুড়ে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে

ছড়িয়ে পড়া ভিডিও প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি ষড়যন্ত্রের শিকার হয়েছি। পরিকল্পিতভাবে আমাকে নারীকে দিয়ে ফাঁসানো হয়েছে।’

স্থানীয় লোকজন জানান, ক্ষমতাসীন দলের ওই নেতার নামে এলাকায় নানা অভিযোগ রয়েছে। সে তার চেয়ারম্যান বোনের ক্ষমতা দেখিয়ে এলাকায় বিচারের নামে অবিচার করছে। ভুক্তভোগী নারীদের বিচার পাইয়ে দেওয়ার কথা বলে তাদের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হচ্ছে। আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে থেকে ক্ষমতার অপব্যবহার করছে।

আরো পড়ুন :বরগুনার সাবেক ডিসির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল

মহিচাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসা. মাকসুদা আক্তার বলেন, বিষয়টি আমাদের লজ্জায় ফেলে দিয়েছে। সে ইউনিয়ন আওয়ামী লীগের একটি গুরুত্বপূর্ণ পদে থেকে এ ধরনের কর্মকাণ্ড ঘটিয়েছে। এ নিয়ে পথেঘাটে মানুষ বিদ্রূপ করছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুনতাকিম আশরাফ টিটু বলেন, ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও হোয়াটসঅ্যাপে একজন পাঠিয়েছে দেখেছি। আমি দেশের বাইরে ছিলাম। দেশে আসছি। আগামীকাল চান্দিনা গিয়ে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দদের নিয়ে বসে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে।