১৫ বছরের কিশোরীকে বিয়ে করলো ৬০ বছরের রাজ্জাক, লা’শ মিলল রাস্তার পাশে

টিভি চ্যানেলের সাংবাদিক বানানোর প্রলোভন দেখিয়ে গার্মেন্টস কর্মী রিবা আক্তারকে (১৫) বিয়ে করেন ষাটোর্ধ্ব আব্দুর রাজ্জাক মণ্ডল।
বিয়ের আগে দুই মাস রিবার সাথে অ’নৈতিক সম্প’র্কে ছিলেন তিনি। পরে কিছুটা বা’ধ্য হয়েই নিজের থেকে ৪৫ বছরের ছোট রিবা আক্তারকে বিয়ে করেন রাজ্জাক। একদিকে স্ত্রীর মর্যাদা পেতে রিবার চাপ, অন্যদিকে ভাইয়ের সঙ্গে জমি নিয়ে বিরো’ধের জেরে এক ঢিলে দুই পাখি মা’রার পরিকল্পনা করেন বৃদ্ধ।
স্ত্রীর চা’প থেকে মু’ক্তি আর ভাই ও ভাজিতাকে হ’ত্যা মাম’লায় ফাঁ’সাতে খু’ন করে রিবাকে। ময়মনসিংহের ধোবাউড়ায় অজ্ঞা’ত কিশোরীর ম’রদেহ উ’দ্ধারের পর তদ’ন্তে বেরিয়ে আসে হ’ত্যাকা’ণ্ডের এমন লোমহ’র্ষক ঘটনা। ঘটনার দুই দিন পর ডিবির জালে ধরা পড়ে ঘা’তক রাজ্জাক। আজ বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুরে জেলা পুলিশ সুপার মো. আহমার উজ্জামান বিডি২৪লাইভকে এসব তথ্য জানান।
তিনি বলেন, দুই মাস আগে গাজীপুরে আব্দুর রাজ্জাকের সঙ্গে পরিচয় হয় গার্মেন্টসকর্মী রিবা আক্তারের। নরসিংদীর মাধবপুর উপজেলার খিলগাঁও গ্রামের অটোচালক দুলাল মিয়ার মেয়ে রিবার সঙ্গে পরিচয়ের পর তাদের মধ্যে বিভিন্ন সময়ে কথাবার্তা চলে, বাড়ে সখ্যতাও। এক পর্যায়ে রিবাকে টিভি চ্যানেলের সাংবাদিক বানানোর প্রলোভন দেখিয়ে তাকে ধ’র্ষ’ণ ও এক পর্যায়ে বিয়ে করেন রাজ্জাক। বিয়ের পর রাজ্জাকের গাজীপুরের গাছা রোড এলাকায় ভাড়া বাসায় যাতায়াত ছিল কিশোরীর।
পুলিশ সুপার আরও বলেন, গত ১৫ মার্চ ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গোয়াতলা রাস্তার পাশ থেকে অজ্ঞা’ত তরুণীর ম’রদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের পাশে এক যুবকের জন্ম-নিবন্ধনের কাগজ পায় তারা। পরে জেলা গোয়েন্দা পুলিশের তদ’ন্তে বেরিয়ে আসে, জমিসংক্রা’ন্ত বিরো’ধের জেরে স্থানীয় সাংবাদিক ও মানবাধিকার-কর্মী পরিচয় দেওয়া আব্দুর রাজ্জাক তার ভাতিজা ও ভাইকে ফাঁ’সাতে গাজীপুর থেকে রিবাকে ময়মনসিংহের ধোবাউড়া কংশ নদের পাশে ওড়না পেঁচিয়ে হ’ত্যার পর ম’রদেহ ফেলে রাখে।
পরে ভাতিজার জন্ম নিবন্ধনের কাগজ ম’রদেহের পাশে ফেলে রাখে রাজ্জাক। ওই জন্ম-নিবন্ধনের সূত্র ধরে যুবক শহিদুল্লাহকে আট’কও করে পুলিশ। তবে শেষ রক্ষা হয়নি। ঘটনার মূ’ল হোতা আব্দুর রাজ্জাককে দুইদিন পর বুধবার (১৬ মার্চ) অভিযান চালিয়ে গাজীপুর থেকে গ্রে’প্তার করে ডিবি পুলিশের সদস্যরা। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বিডি২৪লাইভকে জানান, এ ঘটনায় আরও দুইজন জ’ড়িত থাকার কথা জানিয়েছে ঘা’তক রাজ্জাক। তাদেরকেও গ্রে’প্তার করতে ডি’বির একাধিক টিম কাজ করছে।