বিনোদন

স্বামীকে খুঁজতে সবার সাহায্য চাইলেন অপি করিম

Is Jennifer Aniston currently in a relationship?

একজন সফল ব্যবসায়ী ও শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতা আনিস আহমেদ। আগামী নির্বাচনে গণজাগরণ পার্টি থেকে এমপি মনোনয়নপ্রত্যাশী সে। হঠাৎ খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে। অফিস থেকে বের হওয়ার পর তার আর কোনো খবর নেই। কোথাও স্বামীর খোঁজ পাচ্ছেন না তার স্ত্রী রেজওয়ানা। পরিচিত সব জায়গায় খোঁজার পরও সন্ধান না পেয়ে মহাদুশ্চিন্তায় পড়ে যায় পুরো পরিবার। এটা কোনো ষড়যন্ত্র নাকি কোনো দুর্ঘটনা? কিছুই বুঝে উঠতে পারছেন না রেজওয়ানা, তাই সবার কাছে সাহায্য চেয়েছেন তিনি।
সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেলে হঠাৎ একটি ভিডিও বার্তায় অভিনেত্রী অপি করিম তার স্বামীকে খুঁজে দিতে আকুতি করেন। ওয়েব সিরিজ ‘অদৃশ্য’-এর প্রমো ভিডিওতে এভাবেই স্বামীর সন্ধান চান রেজওয়ানা চরিত্রে অভিনয় করা অপি করিম।

শেষ পর্যন্ত রেজওয়ানা তার স্বামীকে ফিরে পাবে কি না, ফিরে এলেও তাকে কে অপহরণ করেছে? সেসব প্রশ্নের উত্তর জানা যাবে এই সিরিজে। সিরিজটি নিয়ে এখনই কোনো কথা বলতে রাজি নন নির্মাতা ও অভিনয়শিল্পীরা। তবে জানা গেছে, অপি করিমের স্বামী আনিস আহমেদের চরিত্রে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ। এ সিরিজ দিয়েই ওটিটিতে অভিষেক হচ্ছে তার। এ ছাড়া পাঁচ বছর পর পর্দায় একসঙ্গে জুটি বেঁধেছেন মাহফুজ-অপি। শেষবার এ জুটিকে দেখা গেছে সাগর জাহানের ‘নীল গ্রহ’ নামের নাটকে। প্রসঙ্গত, ‘অদৃশ্য’ সিরিজটি নির্মাণ করেছেন শাফায়েত মনসুর রানা। চলতি মাসেই ভারতীয় ওটিটি প্লাটফর্ম হইচইয়ে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিরিজটির।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker