
স্বর্ণের দাম আন্তর্জাতিক বাজারে নিম্নমুখী। গত ৪ মাসের মধ্যে যা সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। শুক্রবার (২৩ জুন) প্রতি আউন্সের দর স্থির হয়েছে ১৯১৮ ডলার ৭৯ সেন্টে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
এতে বলা হয়, আগামীতে সুদের হার বাড়িয়ে দিতে পারে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। ফলে দেশটির মুদ্রা ডলারের মান বেড়েছে।
অবশ্য দৈনিক ভিত্তিতে আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্বর্ণের স্পট মূল্য শূন্য দশমিক ৩ শতাংশ বেড়েছে। তবে চলতি সপ্তাহে নিরাপদ আশ্রয় ধাতুটির দাম কমেছে ২ দশমিক ১ শতাংশ। বিগত ৪ মাসের মধ্যে যা সবচেয়ে কম।
স্বর্ণের দরে নেতিবাচক প্রভাব পড়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে শিকাগো ভিত্তিক ব্লু লাইন ফিউচার্সের প্রধান বাজার বিশেষজ্ঞ ফিলিপ স্ট্রেইবল বলেন, ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েল সুদহার বৃদ্ধির পক্ষে মত দিয়েছেন। শিগগিরই আর তা কমাচ্ছে না মার্কিন কেন্দ্রীয় ব্যাংক।
সবমিলিয়ে চলতি সপ্তাহে স্বর্ণের দাম আউন্সপ্রতি মূল্য হ্রাস পেয়েছে ১৫০ ডলার। সে হিসেবে কমেছে ২ শতাংশ। গত মে মাসের শুরুতে প্রয়োজনীয় ধাতুটির দর ওঠে ২০০০ ডলারের ওপরে।