স্ত্রী ব্যতীত অন্য কারও সাথে সম্পর্কে জড়ালে থাকবে না চাকরি

সম্প্রতি চীনের একটি বেসরকারি সংস্থা কর্মচারীদের জানিয়েছে, বিয়ে করার পরে স্ত্রী ব্যতীত অন্য কারও সাথে সম্পর্কে জড়ালে তাদেরকে চাকরি হারাতে হবে।
ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার জানায়, চিনের ঝেজিয়াং প্রদেশের একটি বেসরকারি সংস্থা গত ৯ জুন একটি নির্দেশিকা দিয়ে জানায়, সেখানে কর্মরত বিবাহিত কোনোও কর্মী স্ত্রী ব্যতীত অন্য কারও সাথে সম্পর্কে জড়াতে পারবে না।
এছাড়াও একের অধিক স্ত্রী না রাখা এবং স্ত্রীকে ডিভোর্স না দেওয়ার কথাও বলা হয়েছে তাদের নির্দেশিকায়। এর ব্যাতিক্রম হলে চাকরি হারাতে হবে কর্মীদের।
ওই সংস্থাটি মনে করে, কর্পোরেট সংস্কৃতিতে পরিবারের প্রতি দায়বদ্ধও থাকা উচিত। সে ক্ষেত্রে পরিবারের পাশাপাশি কর্মক্ষেত্রেও সুস্থ পরিবেশ বজায় থাকবে। আর তাই এই পদক্ষেপ নিয়েছে তারা।
সংস্থাটির এক কর্মী জানিয়েছে, পরিবারে শান্তি এবং স্থিতি থাকলে তার প্রতিফলন পড়বে কর্মক্ষেত্রেও। তাই সংস্থা চায়, তাদের সব কর্মী পরিবার নিয়ে সুখে থাকুক।
যদিও কেউ কেউ এই নির্দেশিকার বিরোধিতা করে বলেছেন, চিনের শ্রমিক আইনে যে যে শর্তে ছাঁটাই করার কথা বলা হয়েছে, তার মধ্যে এই বিষয়গুলো নেই। তাই অবিলম্বে এই নির্দেশিকা প্রত্যাহার করার দাবি তুলেছেন তারা। সংস্থার কর্মচারীদের মধ্যেও এই নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে।