দেশজুড়ে

স্ত্রীর স্বীকৃতি নিয়ে পাপনের বাড়িতে নারীর অবস্থান: পাপন এখন কারাগারে

Is Jennifer Aniston currently in a relationship?

স্ত্রীর স্বীকৃতি পেতে ডোমার পৌর ছাত্রলীগ সভাপতি অভিজিৎ সর্বঞ্জ পাপনের (৩০) বাড়িতে অবস্থান নেন এক নারী। ওই নারীর অভিযোগের ভিত্তিতে পাপনকে আটক করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

জেলা আদালত পুলিশের উপ-পরিদর্শক প্রদীপ কুমার বলেন, শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পাপনকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে হাজির করা হয়। বিচারক পাপনকে জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন।

পাপন পৌর এলাকার ৩ নং ওয়ার্ড সাহাপাড়া গ্রামের স্বর্গীয় দেব রঞ্জন সর্বঞ্জের একমাত্র সন্তান। শুক্রবার বিকাল পর্যন্ত পাপনের বাসায় অবস্থান করছিলেন ওই নারী। এর আগে তিনি নীলফামারী সদর থানায় পাপনের বিরুদ্ধে শারীরিক নির্যাতন, ভয়ভীতি এবং হত্যার চেষ্টার অভিযোগ দায়ের করেন।

এদিকে কয়েকদিন ধরে পাপনের বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা রকম লেখালেখি ও ওই নারীর সঙ্গে বিভিন্ন রকম অঙ্গভঙ্গিমার ছবি পোস্ট করা নিয়ে ঝড় বইছে।

ওই নারী বলেন, পাপনের সঙ্গে ২০১৩ সালে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ২০১৪ সালে পঞ্চগড়ের বোদা উপজেলার বদেশ্বরী মন্দিরে হিন্দু ধর্মীয় রীতিনীতি মেনে আমরা বিয়ে করি। বিয়ের পর সে আমাকে বলে এখন কাউকে জানাইও না। আমার মায়ের হার্টের সমস্যা, আমি আমার মাকে আস্তে আস্তে ম্যানেজ করে তোমাকে বাড়ি নিয়ে যাব।

এখন তুমি ভাড়া বাড়িতে থাক। আমি যখন সাহাপাড়া নারু সাহা নামে এক লোকের বাড়িতে ভাড়া ছিলাম তখন তার মা আমাদের সম্পর্কের কথা জানতে পারেন। পরে তার মা আমাকে গালাগাল করেন এবং মারতে আসেন। তারপর আমি যে বাড়িতে ভাড়া ছিলাম সে বাড়িওয়ালাকে বলে আমাকে বাড়ি থেকে বের করে দেন।

তিনি আরও বলেন, তারপর আমরা ডোমার ও নীলফামারী শহরের বিভিন্ন জায়গায় বাড়ি ভাড়া করে সংসার করে আসছিলাম। গত একমাস থেকে পাপন আমার সঙ্গে দেখাও করে না, খোঁজ খবর রাখে না। এমনকি আমার মোবাইল ফোনও রিসিভ করে না।

আরো পুড়ুনঃ  আঁখির মৃত্যুর কারণ নিয়ে যা জানাল ল্যাবএইড

এখন সে আমাকে স্ত্রী বলে স্বীকার করছে না। আমি যেখানে ভাড়া থাকি, সেখানে গিয়ে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন আমার স্বামী কে? আমার তিন মাসের পেটের বাচ্চা নষ্ট করে দিয়েছে সে। আজ আমি তার বাড়িতে অবস্থান নিয়েছি স্ত্রীর মর্যাদা পেতে। সে আমাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করছে। আমি স্ত্রীর মর্যাদা চাই।

সদর থানার ওসি খান মোহাম্মদ শাহরিয়ার জানান, বৃহস্পতিবার ওই নারীর অভিযোগ পেয়ে ডোমার থেকে পাপনকে আটক করা হয়। শুক্রবার মামলার পর বিকালে আদালতে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker