স্কুলে শিক্ষার্থীদের বেতন দিতে হবে এটা একমাত্র বাংলাদেশেই আছে

সারাদেশ : স্কুলে শিক্ষার্থীদের বেতন দিতে হবে এটা একমাত্র বাংলাদেশেই আছে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। পটুয়াখালীর দশমিনায় টেস্ট পরীক্ষার ফি পরিশোধ না করায় শিক্ষকের বকাঝকা ও পরীক্ষায় অংশগ্রহণ করতে না পেরে তন্ময় চক্রবর্তী (১৫) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় তিনি এ মন্তব্য করেন।

ব্যারিস্টার সুমন বলেন, স্কুলগুলো বেতন নেবে কেন? আমি তো সরকার হিসেবে ব্যবস্থা করব, শিক্ষামন্ত্রী হিসেবে ব্যবস্থা করব, যাতে এই বেতনই আস্তে আস্তে কমিয়ে দেওয়া যায়। একটা স্কুল এমপিও করার মধ্য দিয়ে সরকার কী পরিমাণ ভর্তুকি দিচ্ছে শিক্ষকদের। তারপরও এত টাকা লাগবে কেন? আপনি সব জায়গা যদি কন্ট্রোল করতে না পারেন তাহলে দশমিনার মতো আরও ছেলে আত্মহত্যা করবে। তবে এখান থেকে বের হতে একমাত্র সরকারই যদি একটা জাগরণ গড়ে তোলে, তাহলে মুক্তি পেতে পারি।

শুক্রবার (১৩ অক্টোবর) বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকে স্কাউটস ট্রেনিং সেন্টার মাঠে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি বনাম কালিয়াকৈর উপজেলা ফুটবল একাডেমি মধ্যকার ফুটবল খেলার আগ মুহূর্তে ঢাকা পোস্টের সঙ্গে একান্ত আলাপচারিতায় তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার সুমন বলেন, পটুয়াখালীর দশমিনায় যে ছাত্রটা বেতন দিতে না পেরে অপমানবোধ থেকে সুইসাইড করল, মারা গেল ছাত্রটা। এটা শুধু আলাদা ঘটনা ভাবলে হবে না, এ রকম ঘটনা আরও ঘটে। এমন একটা দেশে জন্মেছি এই দেশে প্রতি বছরই ভর্তি হতে হয়। ভর্তির জন্য টাকা দিতে হয়। আপনি স্কুলে যাবেন, স্কুল তো পুরা একেবারে ৬ষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত। আপনি তো ৬ষ্ঠ শ্রেণিতেই ভর্তি হলেন। আপনি কি জানেন, সপ্তম শ্রেণিতে ভর্তি হতে হয়, অষ্টম শ্রেণিতেও ভর্তি হতে হয়। মানে আপনার স্কুলেই আপনি প্রতি বছর ভর্তি হবেন, এটার জন্য আপনি টাকা দেবেন, এগুলো রাষ্ট্রের দায়। রাষ্ট্র যদি ভালোভাবে থাকতো, তাহলে কোনো দিন রাষ্ট্রের একজন নাগরিক টাকার অভাবে পড়াশোনা করতে পারে না, বেতন দিতে পারে না, স্কুলে থাকবে না- এমন হতো না।

তিনি আরও বলেন, বিদেশ থেকে আমরা কতটা আলাদা। বিদেশে কখনো কারও এ চিন্তাই করা লাগে না, যে বেতন দিতে হবে। এই কনসেপ্ট একমাত্র বাংলাদেশেই আছে আমাদেরকে বেতন দিতে হয়, বেতন না দিলে বের করে দেওয়া হয়। একটা এলাকায় কত সফল মানুষ থাকে, তারা চাইলে কিন্তু অনেক মানুষকে বেতন দিতে পারেন। অনেক মানুষকে সহযোগিতা করতে পারেন।