রাজনীতি
সিটি করপোরেশনে বিজয়ী জামায়াতের কাউন্সিলর প্রার্থী শফিকুল আলম

খুলনা সিটি করপোরেশনের ৩১টি ওয়ার্ডের কাউন্সিলর পদে আওয়ামী লীগের একচেটিয়া জয় হয়েছে। অবশ্য ধারণাও ছিল সেরকমই। কিন্তু আওয়ামী লীগের এরকম জয়ের প্রতিকূলে শুধুমাত্র ১২ নম্বর ওয়ার্ডে জামায়াতে ইসলামীর নেতা মাস্টার শফিকুল আলম বিজয়ী হয়ে নজর কেড়েছেন।
জামায়াতের খুলনা মহানগর শাখার সাবেক নায়েবে আমির, বর্তমানে কেন্দ্রীয় নেতা মাস্টার শফিক এর আগেও এ ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচন করেছিলেন।
তিনি আগের নির্বাচনে উল্লেখযোগ্য ভোট পেলেও জিততে পারেননি। তবে এবার বাজিমাত করেছেন। তার সাথে ফোনে যোগাযোগ করা হলে মাস্টার শফিক বিজয়ের জন্যে আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং ওয়ার্ডের ভোটারদের ধন্যবাদ জানান।