অপরাধ: এক তরুণীকে ১৩ বার ছুরিকাঘাতের অভিযোগ ওঠেছে এক যুবকের বিরুদ্ধে। জানা গেছে, ওই যুবক গৌরভ পাল সাবেক প্রেমীক ছিলেন তরুণী প্রাচি মালিকের। তিনি তার সাবেক প্রেমিককে এড়িয়ে চলছিলেন! ফোনে নম্বর ব্লক করেছিলেন। আর এতেই ঘটে বিপত্তি।
গত বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে ভারতের দিল্লির লাডোসরাই এলাকায় এই ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, তরুণীর বয়স ২৩ বছর। তার মুখে, আঙুলে, পায়ে অন্তত ১৩ বার ছুরিকাঘাত করেছেন ২৭ বছরের যুবক। চিকিৎসকেরা জানিয়েছেন, এখন তার অবস্থা স্থিতিশীল।
হামলার একটি ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ক্যাবচালক অন্য লোকজনের সহায়তায় অভিযুক্তকে ধরেছেন। চালক পুলিশকে জানিয়েছেন, তার ক্যাবে ওই তরুণী এবং যুবক দু’জনেই উঠেছিলেন। গাড়ির ভেতর তরুণীকে ছুরি দিয়ে হামলা করেন যুবক।
দক্ষিণ দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার চন্দন চৌধুরী জানিয়েছেন, বৃহস্পতিবার ভোর ৬টা ২০ মিনিট নাগাদ থানায় তরুনীকে ছুরিকাঘাতের বিষয়ে খবর দেয়া হয়। গত দু’বছর ধরে অভিযুক্তের সঙ্গে সম্পর্ক রয়েছে তরুণীর। লাজপত নগরে একই অফিসে কাজ করতেন তারা। সম্প্রতি ওই তরুণের নম্বর মোবাইলে ব্লক করে দিয়েছিলেন তরুণী। তার পরেই বৃহস্পতিবার ভোরে তার সঙ্গে দেখা করতে আসেন তরুণী। দু’জনের ঝগড়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অভিযুক্তকে চড়ও মারেন তরুণী। তার পরেই তিনি ক্যাবে উঠে যান। পেছন পেছন গাড়িতে উঠে পড়েন অভিযুক্তও। সেখানেই তাকে ছুরি দিয়ে হামলা করেন। তরুণীর মা জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে একটি চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছিলেন তার মেয়ে। লাজপতনগরে যাওয়ার জন্য ক্যাবও বুক করেছিলেন। সেই ক্যাবে উঠে তরুণীকে কোপান যুবক।
সূত্র: টাইমস অফ ইন্ডিয়া