
তের গুজরাটের সুরাতে সম্পত্তি নিয়ে বিবাদে চুলের মুঠি ধরে একে অপরকে মারধর করেছেন শাশুড়ি এবং পুত্রবধূ।
দেশটির সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদনে বলা হয়, শাশুড়িকে কামড়ে দেয়ারও অভিযোগও উঠেছে ওই পুত্রবধূর বিরুদ্ধে। সেই ঘটনার ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও ভিডিওটা সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
সংবাদমাধ্যম সূত্রে খবর, ওই পরিবারে অনেক দিন ধরেই সম্পত্তি নিয়ে ঝামেলা চলছিল। তবে বিগত কয়েক দিনে সেই ঝামেলা চরম আকার ধারণ করে।
ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, বাড়ির সোফায় বসেছিলেন বৃদ্ধা। কাছেই দাঁড়িয়েছিলেন তার পুত্রবধূ। সম্পত্তি নিয়ে দু’জনের মধ্যে বাগ্বিতণ্ডা চলতে চলতে হঠাৎই ওই পুত্রবধূ তার শাশুড়ির দিকে ঝাঁপিয়ে পড়েন। এর পর একে অপরের কান এবং চুলের মুঠি ধরে মারামারি শুরু করেন তারা।
উপস্থিত কয়েক জন মারপিট ছাড়ানোর চেষ্টা করলেও কোনও লাভ হয়নি। মারামারির সময় ওই পুত্রবধূর বিরুদ্ধে শাশুড়ির মুখে কামড়ে দেয়ার অভিযোগও উঠেছে। সেই দৃশ্যও ফুটে উঠেছে ভিডিওতে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
পুত্রবধূর উপর মারধরের অভিযোগ এনে ইতিমধ্যেই থানার দ্বারস্থ হয়েছেন বৃদ্ধ শাশুড়ি। ভিডিওতে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকে ব্যবহারকারী বিভিন্ন মন্তব্যও করেছেন।