
সংলাপের ফাঁদে বিএনপি আর পা দেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (১১ জুন) দুপুরে গাজীপুর মহানগর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
বিএনপির মহাসচিব বলেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোনো আপোষ হবে না, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগ দশটি আসনও পাবে না,
সংলাপের ফাঁদে বিএনপি আর পা দেবে না:সংলাপের ফাঁদে বিএনপি আর পা দেবে না:সংলাপের ফাঁদে বিএনপি আর পা দেবে না:
এ জন্যই ওবায়দুল কাদের বলছেন, তত্ত্বাবধায়ক সরকার একটি ডেড ইস্যু। আন্দোলনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের দাবি বাস্তবায়ন করা হবে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ জনগণের দল নয়, প্রকৃতপক্ষে তারা একটি সন্ত্রাসী দল।
তাই তারা নির্বাচন চায় না। তাদের বডি ল্যাঙ্গুয়েজই বলে দেয় তারা সন্ত্রাসী ছাড়া আর কিছুই না। তাদের সাথে ফয়সালা হবে এবার রাজপথেই।
সম্মেলনে আগামী দুই বছরের জন্য শওকত হোসেন সরকারকে সভাপতি ও মঞ্জুরুল করিম রানীকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।
মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এম মঞ্জুরুল করীম রনির সভাপতিত্বে ও সদস্য সচিব মো: শওকত হোসেন সরকারের সঞ্চালনায় নগরীর বাসন
থানার টেকনগ পাড়ায় সাগর সৈকত কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এ সম্মেলনের উদ্বোধনী বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।