শ্রীলেখার সাথে ছবি তুলতে লাগবে হাজার টাকা (ভিডিও সহ)
২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে ১৫ জানুয়ারি ঢাকায় এসেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এবার পাঁচদিনের ঢাকা সফরে এসেছেন তিনি।
গতকাল সোমবার দিনভর এ দেশের গণমাধ্যমে কথা বলেছেন তিনি। জানিয়েছেন বাংলাদেশ সফর নিয়ে বিস্তারিত। শ্রীলেখা জানান, এটা দারুণ এক অভিজ্ঞতা। এখানে আমি এসেছি নিজের নির্মিত ছবি নিয়ে।
যে ছবির নির্মাতা ও প্রযোজক আমি নিজেই। আমার প্রথম পরিচালিত ছবি এবং আন্তর্জাতিকভাবে প্রিমিয়ার হচ্ছে। তাও আমার ভালোবাসার শহর ঢাকাতে। ঢাকা ফিল্ম ফেস্টিভ্যালে।
এটা আমার কাছে বিরাট পাওয়া। কত নির্মাতা আছে তারা কত ছবি করেছে। কিন্তু এইরকম একটা প্লাটফর্মে তাদের ছবি নেই। কিন্তু আমার প্রথম কাজ দেখানো হচ্ছে। এটা অবশ্যই আমার জন্য বিশাল পাওয়া।
এ সময় শ্রীলেখা বাংলাদেশের খাবার নিয়ে বলেন, বাংলাদেশের খাবারের ধারে কাছেও আমি যাব না। আমার সাইজ দেখে তো বুঝতেই পারছেন। আমি কেমন মোটাসোটা আছি।
বাংলাদেশের খাবার এত মজার যে, খাবারের টেস্ট নিতে গেলে এই খাওয়া থামবেই না। তাই ফুডের ধারে কাছেও যেতে চাইছি না। চেষ্টা করছি, খাবার তেমন না খেতে! পরবর্তীতে শ্রীলেখা আরো বলেন, এখানে আসুন আমার ছবিটি দেখুন এবং আমার সাথে ছবিও তুলুন। আমি প্রতি ছবির জন্য হাজার টাকা করে চার্জ করছি। শ্রীলেখা সাংবাদিকদের সঙ্গে এ সময় আরও বেশ কিছু বিষয়ে কথা বলেন। সেই ভিডিও দেখতে এখানে ক্লিক করুন!