প্রচ্ছদ আর্ন্তজাতিক শেখ হাসিনাকে দেশ থেকে বের করে দেওয়ার দাবি ভারতীয় এমপির

শেখ হাসিনাকে দেশ থেকে বের করে দেওয়ার দাবি ভারতীয় এমপির

ভারতের শিবসেনা দলের এমপি সঞ্জয় রাউত ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বের করে দেওয়ার দাবি জানিয়েছেন। সোমবার (২০ জানুয়ারি) তিনি বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে এই মন্তব্য করেন। ভারতের বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, সঞ্জয় শুধু শেখ হাসিনাই নয়, সমস্ত বাংলাদেশিকেই ভারত থেকে তাড়ানোর দাবি তুলেছেন।

সম্প্রতি বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার ঘটনায় সন্দেহভাজন ব্যক্তি বাংলাদেশি বলে মুম্বাই পুলিশের দাবির প্রেক্ষিতে সঞ্জয় এ দাবি জানান।

তিনি বলেন, ভারত থেকে সব বাংলাদেশিকে বের করে দেওয়া উচিত। এটি শেখ হাসিনা থেকে শুরু হওয়া উচিত। এ সময় তিনি ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগেরও দাবি করেন।

সঞ্জয় আরও বলেন, যদি সাইফ আলি খানের ওপর হামলাকারী বাংলাদেশি হন, তাহলে এর দায়ভার কেন্দ্রীয় সরকারের। এটি অমিত শাহের দায়িত্ব এবং এজন্য তাকে পদত্যাগ করতে হবে।

তিনি অভিযোগ করেন, শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিয়ে বিজেপি আতঙ্ক সৃষ্টি করছে। এই পদক্ষেপের পেছনে আসন্ন মুম্বাই মিউনিসিপ্যাল নির্বাচনকে কারণ হিসেবে উল্লেখ করেন।

সঞ্জয় অভিযোগ করেন, বিজেপি বাংলাদেশিদের বিরুদ্ধে বক্তব্য থামিয়ে দিতে আন্তর্জাতিক সম্পর্কের অজুহাত দেয়। সাইফ আলি খানের সন্তান তৈমুরের নাম নিয়েও বিজেপির নেতারা বিভিন্ন সময় বিদ্রূপ করেছেন বলেও তিনি অভিযোগ করেন।

সুত্রঃ news24bd

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।