শাহরিয়ার কবিরের মেয়ে সাফা কবিরের ম’রদেহ উদ্ধার

বাংলাদেশি লেখক, সাংবাদিক, প্রামাণ্যচিত্র নির্মাতার শাহরিয়ার কবিরের মেয়ে সাফা কবিরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার সকালে রাজধানীর বনানী এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল বিষয়টি নিশ্চিত করেছেন।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, ‘বনানীর একটি বাসা থেকে সাফা কবিরের মরদেহ উদ্ধার করা হয়, যা ঝুলন্ত অবস্থায় ছিল। পরে রাতেই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।’
আরোও পড়ুন: বাংলাদেশের রাজনীতিতে এখন রাজনীতিবিদরা যতটা সচেতন, রাজনীতিবিদদের কথাবার্তা যত না শোনা যাচ্ছে তার চেয়ে বেশি শোনা যাচ্ছে বিদেশি কূটনীতিকদের।
তাদের দৌড়ঝাঁপ রীতিমতো বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে। বিশেষ করে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস এখন বাংলাদেশের ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। প্রতিদিনই তাকে কোনো না কোনো রাজনৈতিক নেতার সঙ্গে বৈঠক করতে দেখা যাচ্ছে। বিভিন্ন বিষয় নিয়ে তিনি কথাবার্তা বলছেন। কোন কোন ক্ষেত্রে কূটনৈতিক শিষ্টাচারও তিনি লঙ্ঘন করছেন বলে অভিযোগ রয়েছে।
সম্প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন যে কূটনীতিকরা যদি সীমা লঙ্ঘন করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। যে কোনো রাষ্ট্রে একজন বিদেশী কূটনীতিক তার কর্মকাণ্ড পরিচালনা করেন ভিয়েনা কনভেনশন অনুযায়ী।
ভিয়েনা কনভেনশনে সুস্পষ্টভাবে বলা আছে একজন কূটনীতিক কি কি কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে যুক্ত রাখতে পারবেন। এই ভিয়েনা কনভেনশন অনুযায়ী কোন রাষ্ট্রদূত বা কূটনীতিক ওই দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে পারবেন না এবং ওই দেশের আইন কানুন এবং শৃঙ্খলপরিপন্থী কোনো কর্মকাণ্ড করতে পারবেন না। একটি দেশের অভ্যন্তরীণ বিষয়ে যদি কোন রাষ্ট্রদূত হস্তক্ষেপ করে তাহলে সেটি ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন বলে বিবেচিত হবে। এই ভিয়েনা কনভেনশনের আলোকে সরকার এখন বিদেশি কূটনীতিকদের লাগাম টেনে ধরার উদ্যোগ গ্রহণ করেছেন।