শাহজালালে প্রবাসীর স্বর্ণ চুরি, আহাজারির ভিডিও ভাইরাল

সারাবাংলা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা দুই যাত্রীর কাছে থাকা স্বর্ণ, মুঠোফোন ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। বিমানবন্দরের কর্মকর্তা পরিচয় দেয়া এক ব্যক্তি এই কাজটি করেছেন। তবে ওই ব্যক্তির নাম জানাতে পারেননি ভুক্তভোগীরা।

রবিবার (১৫ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে। পরে বিমানবন্দরের ভেতরে এই দুই যাত্রী কান্নাকাটি করছেন, এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তবে এই দুই যাত্রীর নাম জানা যায়নি।

ভুক্তভোগী এক যাত্রী বলেন, স্বর্ণ আমার হাতেই ছিল। তাদের একজন আইসা বলতেছিল, তুই এগুলো নিয়া যাবার পারবি না। আমাগো দিয়া যা। এরপর তার হাত থেকে জোর করে সেই ব্যক্তি নিয়ে যান। আমার কাছে ২৯ গ্রাম স্বর্ণ ছিল। আরও একটা চেইন মায়ের জন্য কিনেছিলাম। সঙ্গে দুটি মোবাইল ফোনও নিয়া গ্যাছে ভাই।