
সম্প্রতি সামাজিক মাধ্যমে বিএনপি নেত্রী শামা ওবায়েদ রিংকুর সঙ্গে গণঅধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুরের একটি ছবি ছড়িয়ে পড়েছে। দুজনের পাশাপাশি ছবিটা সত্যি নয় বরং এডিটেড বলেছেন নুর। সেই সঙ্গে ফ্যাক্ট চেকার রিউমার স্ক্যানারও দেখিয়েছে ছবিটা এডিটেড।
এডিটেড ওই ছবিটা সম্পর্কে নুরুল হক নুর বাংলাভিশনকে বলেন, ‘ছবিটার পুরোটাই বানোয়াট ও ভিত্তিহীন। রাজনৈতিক অঙ্গনে আমার ভাবমূর্তি যখন বাড়ছে, তখন সরকারের প্রপাগান্ডা সেল থেকে এ রকম ছবি বানিয়ে ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা করছে। মূলত সরকার আমার জনপ্রিয়তাকে ভয় পেয়েই এসব অপচেষ্টায় মেতে উঠেছে।’
বৃহস্পতিবার (২২ জুন) পল্টনে নিজ কার্যালয়ে বাংলাভিশনের সঙ্গে একান্ত আলাপকালে নুরুল হক নুর এসব কথা বলেন। সেখানে নুর আরও বলেন, ‘শামা ওবায়েদ একজন সিনিয়র রাজনীতিবিদ। তাকে আমি যথেষ্ট সম্মান করি। তার সঙ্গে আমার বড় বোনের সম্পর্ক। সরকারবিরোধী মনোভাবের কারণে আমাদের মধ্যে যে ঐক্য নষ্ট করতেই সরকারের প্রপাগান্ডা সেল থেকে এই ছবি তৈরি করা হয়েছে।’
সরকারের বিভিন্ন সংগঠন ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ওই ছবিটা ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন নুর। তবে এটা নিয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে কোনো মামলা করবেন না বলেও জানিয়েছেন। কেননা তারা নিজেরা ডিজিটাল নিরাপত্তা আইনকে গণবিরোধী ও নিপীড়নমূলক আইন বলে তা বাতিলের দাবিতে আন্দোলন করছেন। তাই ওই আইনের আশ্রয় তারা নেবেন না। কেননা এতে করে সরকারের কাছে নতি স্বীকার করা হয়ে যায় বলে মন্তব্য করেন নুর।
এদিকে রিউমার স্ক্যানার দেখিয়েছে, দুজনের ভিন্ন ভিন্ন ছবি সংগ্রহ করে নুর ও শামার ছবি একত্রিত করে মিরর ফ্রেম ফটোশপের মাধ্যমে জোড়া লাগিয়ে প্রকাশ করা হয়েছে।