রাতের আঁধারে পালানোর চেষ্টা নাইজারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের

নাইজারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোম রাতের আঁধারে পালানোর চেষ্টা করেছেন বলে দাবি করেছেন দেশটির সামরিক জান্তা। তবে তার এ প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) এমন দাবি করে সামারিক জান্তা এক বিবৃতিতে বলেছে, ‘কয়েকজন নিরাপত্তাকর্মীর সহায়তায় বাজোম তার দুই গৃহকর্মীকে নিয়ে বৃহস্পতিবার রাত ৩টায় পালানোর পরিকল্পনা করেন। ওই নিরাপত্তাকর্মীরা তাদের রাজধানী নিয়ামে ছাড়ার জন্য পরিবহনের ব্যবস্থা করেছিল। সেখান থেকে একটি বিদেশি শক্তির দুটি হেলিকপ্টারে করে তাদের নাইজেরিয়ায় চলে যাওয়ার কথা ছিল।’

বিবৃতিতে সামরিক জান্তা আরও বলেছে, ‘এই পরিকল্পনার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে এটি নস্যাৎ করে দেওয়া হয়েছে। এরমাধ্যমে মূলত দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা করা হয়েছিল। এরসঙ্গে জড়িত মূল পরিকল্পনা ও তাদের কয়েকজন সহকারীকে গ্রেপ্তার করা হয়েছে।’

বাজোম এখন কোথায় আছেন সেটি পরিস্কার নয় বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।