যে কারণে বাতিল হবে খালেদা জিয়ার জামিন জানালেন আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বেগম খালেদা জিয়া রাজনীতিতে ফিরতে চাইলে আগে তাকে সাজার বাকি মেয়াদ কাটাতে হবে। প্রকাশ্যে রাজনীতি করলে বাতিল হবে খালেদা জিয়ার জামিন।
আর আইন অনুযায়ী তিনি এবং তার পুত্র তারেক রহমান আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না। এদিকে, জামায়াত কিভাবে সমাবেশের অনুমতি পেল তা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলতে পারবে বলে জানান আইনমন্ত্রী।
রবিবার (১১ জুন) আইন বিচার মানবাধিকার বিষয় কাভার করা সাংবাদিকদের সংগঠন ল রিপোটার্স ফোরামের মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে যোগ দেন আইনমন্ত্রী আনিসুল হক।
সেখানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, বেগম জিয়া অসুস্থ বলেই কারাগারের বাইরে আছেন। রাজনীতি করার সুযোগ নেই। তিনি সুস্থ হলে কারাগারে যেতে হবে বাকি সাজা খাটতে হবে।
আরেক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করার বিষয়টি এখনও বিচারাধীন।
এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, মার্কিন রাষ্ট্রদূতের সাথে আলাপকালে তিনি মার্কিন ভিসা নীতির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সাংবাদিকসহ জনগণের ভীতি আছে তা দূর করার ব্যবস্থা করা হবে বলে আবারও জানান আইনমন্ত্রী।