ম্যাচের তখন ২২ ওভার শেষ। বল হাতে এলেন মোস্তাফিজুর রহমান। ব্যাট হাতে স্ট্রাইকিং অ্যান্ডে জো রুট। ক্রমেই আগ্রাসী হচ্ছিলেন এই ব্যাটার।ইনিংসে ২৩তম ওভারে প্রথম বলটা করতে টাচলাইনে চলে এসেছেন দ্য ফিজ। এই পেসার যখনই বলটা করতে যাবেন, ঠিক তখনই উইকেট থেকে সরে দাঁড়ান রুট। হাত দিয়ে ইঙ্গিত করেন বল না করার জন্য।ওই মুহূর্তে নিয়ন্ত্রণ হারান মোস্তাফিজ। আর তার হাত থেকে ফসকে যায় বল। যদিও নিজেকে সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন ফিজ। তবে তা আর হয়ে ওঠেনি। অনেকটা দড়ির মতো পেঁচিয়ে গড়াগড়ি দিয়ে পিচে লুটিয়ে পড়েন তিনি।
বিষয়টি লক্ষ্য করে সঙ্গে সঙ্গে মাঠে ছুটে আসেন চিকিৎসকরা। তবে দুশ্চিন্তার কোনো কারণ হয়নি। প্রাথমিক চিকিৎসা শেষে আবারও বোলিং শুরু করেন ফিজ। তবে প্রথম ডেলিভারি শেষেই স্পষ্ট বুঝা যাচ্ছিল, অস্বস্তি বোধ করছেন এই পেসার। সেভাবেই পুরো ওভার কাটালেন তিনি।