যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি গ্রেফতার

রাজনৈতিক: যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি গোলাম রাব্বানী সোহেলকে আটক করা হয়েছে দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য জানান। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে পুলিশ তাকে আটক করে। দলীয় সূত্রে এ অভিযোগ করা হলেও পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা যায়নি।

আরও পড়ুন: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও তাঁতী দল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদকে আইনশৃঙ্খলা বাহিনী আটক করেছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার ( ১৭ অক্টোবর) রাজধানীর পৃথক দুটি স্থান থেকে তাদেরকে আটক করা হয়েছে। বিএনপির চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, রাত সাড়ে ১০ টার দিকে তার গুলশানের বাসা থেকে রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে তুলে নিয়ে গেছে পুলিশ।

তাঁকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নিয়ে গেছে। আর তাঁতী দল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদকে তার শেওড়াপাড়ার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে রাত সাড়ে ১০ টার দিকে আটক করেছে কাফরুল থানা পুলিশ।