
টেলিভিশন উপস্থাপক মুন্নী সাহা এটিএন নিউজ থেকে পদত্যাগ করেছেন। মালিকপক্ষের সঙ্গে বিরোধের জেরে এই সিদ্ধান্ত নিয়েছেন বলেই মনে হচ্ছে।
গত বৃহস্পতিবার সাংবাদিকদের কাছে মুন্নী সাহা এটা স্বীকার করেছেন। বলেছেন, পদত্যাগ করা ছাড়া তার সামনে আর কোনো বিকল্প ছিল না। উল্লেখ্য যে, এটিএন নিউজের শুরু থেকেই তিনি এই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ছিলেন।
ভোরের কাগজ দিয়ে তার সাংবাদিকতা শুরু। সেখান থেকে তিনি যান একুশে টেলিভিশনে। এরপর যোগ দেন এটিএন বাংলায়।
মুন্নী সাহা বহু জাতীয় এবং আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ঘটনাবলি টেলিভিশনের পর্দায় উপস্থাপন করেছেন। বিশেষ করে শাহবাগের গণজাগরণ মঞ্চের সমাবেশের ব্যাপারে তার ব্যাপক ভূমিকা ছিলো।
আরো পড়ুনঃ লোডশেডিং কতদিন থাকবে, জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী
তীব্র তাপদাহের মধ্যে বেশ কিছুদিন ধরেই দেশে লোডশেডিং বাড়ছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, লোডশেডিংয়ের এ অবস্থা আরও দুই সপ্তাহ অব্যাহত থাকতে পারে।
রবিবার (৪ জুন) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে এসব কথা বলেন তিনি। এ সময় গরমের মধ্যে লোডশেডিং দেওয়ার জন্য দেশবাসীর কাছে দুঃখও প্রকাশ করেন প্রতিমন্ত্রী।
নসরুল হামিদ বলেন, পরিস্থিতি সামাল দিতে আমরা দুই মাস আগে থেকে চেষ্টা করছি। কিন্তু সার্বিকভাবে আমাদের অনেক কিছুই দেখতে হয়। অর্থনৈতিক একটা বিষয় আছে। তৈল ও গ্যাসের যোগানের বিষয় আছে। তবে আমরা আশা করছি আগামী দশ থেকে পনেরো দিনের মধ্যে এ সমস্যার সমাধান হবে।