
বাংলাদেশ তরীকত ফেডারেশনের চেয়ারম্যান ও চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী এবং চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের আরেক সাবেক সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি আটক হয়েছেন বলে জানা গেছে।
লেখক ও অনলাইন অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্য তার ফেসবুক পেজে এক পোস্টে এ ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন।
তিনি লিখেছেন, চট্টগ্রাম টাইগার পাস নেভী কনভেনশন সেন্টারে এই দুজনের সাথে আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন, যা নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক হত্যা মামলার অভিযোগ রয়েছে। পিনাকী দাবি করেছেন, নেভী কর্তৃপক্ষ এই নেতাদের গ্রেপ্তার করতে বাধা দিচ্ছে এবং তাদেরকে টয়লেট ও রান্নাঘরের মধ্যে লুকিয়ে রাখছে।
পিনাকী উল্লেখ করেন, জামায়াত নেতা দেলোয়ার হোসাইন সাঈদীকে মাইজভান্ডারির করা মামলায় সাজা দেওয়া হয়েছিল।
পিনাকী জনসাধারণকে অবিলম্বে নেভী কনভেনশন সেন্টারে গিয়ে এসব সন্ত্রাসীদের আটকের আহ্বান জানিয়েছেন।
সূত্র: জনকণ্ঠ, পিনাকী ভট্টাচার্যের ফেসবুক পোস্ট থেকে সংগৃহীত
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |