ইসরায়েলের পররাষ্ট্রবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে ফিলিস্তিনি হামলায় এক দিনে এত মানুষ মরেনি। শনিবার হামাসের হামলা শুরু হওয়ার পর থেকে রোববার রাত ১০টা ২০ মিনিট পর্যন্ত প্রায় ৭০০ ইসরায়েলির মৃত্যু হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যন্ত ৪১৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
দুই পক্ষই এখনো যুদ্ধ চালিয়ে যাচ্ছে। দ্য নিউইয়র্ক টাইমস জানায়, আগে যেভাবে ইসরায়েল সংঘাতে জবাব দিয়েছে এখনো যদি তারা সেভাবেই জবাব দিতে থাকে তাহলে ফিলিস্তিনিদের মধ্যেও নিহতের সংখ্যা ব্যাপকহারে বেড়ে যাবে। একেবারে সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ইসরায়েলিরা যেভাবে ফিলিস্তিনিদের হত্যা করছে সে হারে ফিলিস্তিনিরা ইসরায়েলিদের হত্যা করছে না। ইসরায়েলের জবাব দেওয়ার হার অনেক বেশি।
জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী, ২০২১ সালে ১১ ইসরায়েলি নিহত হয়েছিলেন। এটিই ২০২১ সাল থেকে এখন পর্যন্ত সবচেয়ে দীর্ঘ সময় ধরে (১ সপ্তাহ) চলা সংঘাত ছিল। জেরুজালেমে আল আকসা মসজিদে অভিযান চালানোয় সংঘাত শুরু হয়। বিমান হামলায় ৩৪৯ ফিলিস্তিনি নিহত হয় সে বছর।
এদিকে ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের সংগঠন হামাস ও ইসরায়েলের সামরিক বাহিনীর মধ্যে এখনো লড়াই চলছে। হামলা-পাল্টা হামলায় দুই দেশে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। এমন মুহূর্তে আরেক প্রতিবেশী দেশ লেবানন থেকে ইসরায়েলে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এরপর লেবানন ভূখণ্ডের দিকে পাল্টা হামলা করেছে ইসরায়েলি বাহিনী।
ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, তাদের পাল্টা হামলায় শত শত ফিলিস্তিনি যোদ্ধা নিহত হয়েছে এবং আরও কয়েক ডজন যোদ্ধাকে বন্দি করা হয়েছে।
তেল আবিবে সাংবাদিকদের হাগারি বলেছেন, গাজা উপত্যকায় বড় ধরনের হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। আমরা হামাস নেতাদের নিশানা করে হামলা করছি।