
ভোট দেওয়ার পর বরিশাল সিটি নির্বাচনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাখা প্রতীকের মেয়রপ্রার্থী মুফতি মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, ভোটগ্রহণের শুরুটা ভালো। কিন্তু শঙ্কা আছে। সিটি নির্বাচন যদি সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ হয়, তাহলে ফলাফল যাইহোক, তা মেনে নেব।
সোমবার (১২ জুন) সকাল ৮টা ১০ মিনিটে বরিশাল নগরীর রুপাতলী হাউজিং সোসাইটির আব্দুর রব সেরনিয়াবাত সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে বেড়িয়ে এসব কথা বলেন তিনি।
মুফতি ফয়জুল করীম বলেন, প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, শতভাগ নিরপেক্ষ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তাই তার কথার প্রতি আস্থা রেখে আমরা অংশ নিয়েছি। এখন পর্যন্ত কোথাও কোনো বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয়নি। ভোটারদের মধ্যে যথেষ্ট আগ্রহ রয়েছে।
তিনি আরও বলেন, আমি প্রশাসনকে বলব, ভোটাররা যে বুক ভরা আশা নিয়ে ভোট কেন্দ্রে এসেছেন। তাদেরকে ভোটাধিকার প্রয়োগের সুযোগ করে দেবেন। কোনো অবস্থাতেই যেন ভোটের রেজাল্ট কারচুপি না করা হয়।
মেয়রপ্রার্থীরা হলেন, আওয়ামী লীগের আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত, জাতীয় পার্টির প্রকৌশলী ইকবাল হোসেন তাপস, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, জাকের পার্টির মিজানুর রহমান, স্বতন্ত্র হিসেবে সাবেক মেয়র আহসান হাবিব কামালের ছেলে সাবেক ছাত্রদল নেতা কামরুল আহসান রুপন প্রমুখ।
এদিকে ১১৮ জন সাধারণ ও ৪২ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী মিলে মোট ১৬৭ জন প্রার্থী ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সিটি করপোরেশনের ৩০টি ওয়ার্ডে মোট ভোটার ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৩৮ হাজার ৮০৯ জন ও পুরুষ ভোটার ১ লাখ ৩৭ হাজার ৪৮৯ জন।