ভারত ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ

ক্রিকেট: ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে দাপুটে জয় পেয়েছিল বাংলাদেশ। তবে এরপর মুদ্রার উল্টো পিঠও দেখেছে সাকিব আল হাসানের দল।

পরের দুই ম্যাচে টানা হারের স্বাদ নিয়েছে লাল-সবুজেরা। বর্তমান ওয়ানডে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের সঙ্গে ১৩৭ রানে এবং রানার্স-আপ নিউজিল্যান্ডের সঙ্গে ৮ উইকেটে হেরেছে চণ্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।

এদিকে টুর্নামেন্টের এবারের আসরে নিজেদের পরের ম্যাচে আগামী বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ভারতের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। পুনেতে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি।

তবে এই ম্যাচটির আগেই বড় দুঃসংবাদ পেল লাল-সবুজের প্রতিধিনিরা। আইসিসির হালনাগাদকৃত ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে নিজেদের অবস্থান খুইয়েছে হাথুরুর শিষ্যরা। ধারাবাহিক বাজে পারফরম্যান্সের কারণে র‍্যাঙ্কিংয়ে আটে নেমে গেছে বাংলাদেশ।

চলতি বিশ্বকাপে কেবল এক ম্যাচে জয় পেয়েছে সাকিব-মুশফিকরা। ৩৮ ম্যাচে তাদের পয়েন্ট এখন ৯১।

বাংলাদেশকে আটে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে সাত নম্বরে উঠে এসেছে এশিয়া কাপের ফাইনালিস্ট শ্রীলঙ্কা। ৪০ ম্যাচে তাদের রেটিং পয়েন্টও ৯১। তবে মোট পয়েন্টে এগিয়ে থেকে বাংলাদেশের ওপরে তাদের অবস্থান।

এদিকে র‍্যাঙ্কিংয়ে আর কোনো দলের অবস্থান তেমন পরিবর্তন হয়নি। শীর্ষে থাকা ভারতের পর যথাক্রমে অবস্থান করছে পাকিস্তান।

তবে চমক দেখিয়ে এই তালিকায় তিনে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের রেটিং পয়েন্ট ১১০। তাদের থেকে এক রেটিং পয়েন্টে পিছিয়ে তালিকার চারে নেমে গেছে অস্ট্রেলিয়া (১০৯)।

অন্যদিকে দুঃসংবাদ রয়েছে ইংল্যান্ডের জন্যও। কেননা, র‍্যাঙ্কিংয়ে তারা দক্ষিণ আফ্রিকার কাছে খুইয়েছে অবস্থান। ছয়ে নেমে গেছে ইংলিশরা (১০৫)। আর পাঁচে নিউজিল্যান্ড (১০৬)। এ ছাড়া নবম ও দশম অবস্থানে আছে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ।