ভারতের বিপক্ষে মাঠে নামার আগেই বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ

চলমান এশিয়া কাপ মিশনটা ভালো হয়নি বাংলাদেশ দলের। শ্রীলঙ্কার বিপক্ষে হেরেই শুরু হয় টাইগারদের টুর্নামেন্ট। গ্রুপ পর্বে আফগানিস্তানের বিপক্ষে বড় জয়ে সুপার ফোর নিশ্চিত করলেও ইতোমধ্যে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে টাইগাররা। পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে সুপার ফোরে হারে বাংলাদেশ দল। আজ নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হবে সাকিববাহিনী। কলোম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে নামার আগেই দুঃসংবাদ বাংলাদেশ শিবিরে। ওয়ানডে র্যাঙ্কিংয়ে একধাপ অবনতি হয়ে সাত থেকে আটে নেমে গেছে টাইগাররা।
ওয়ানডে র্যাঙ্কিংয়ে দীর্ঘ দিন ধরে সাত নম্বর অবস্থানে ছিল বাংলাদেশ। তবে বিশ্বকাপের আগে সেই স্থান হারাতে হয়েছে মিরাজ-শান্তদের। বাংলাদেশকে টপকে টেবিলের সপ্তম স্থান দখল করেছে শ্রীলঙ্কা। ৩৭ ম্যাচে দাসুন শানাকার দলের রেটিং পয়েন্ট ৯৩। এশিয়া কাপের ফাইনালিস্ট দলটির চেয়ে এক রেটিং পয়েন্ট কম নিয়ে আটে অবস্থান সাকিব আল হাসানের দলের। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) অঘোষিত সেমিফাইনালে কুশল পেরেরা-পাথুম নিশাঙ্কাদের কাছে হেরে তিনে নেমে গেছে পাকিস্তান। ২৬ ম্যাচে ১১৮ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া। এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করা ভারত একধাপ এগিয়ে তালিকার দুইয়ে রয়েছে। সুপার ফোরে টানা দুই ম্যাচ হেরে তিনে বাবর আজমের দল।