বৌভাতের শেরওয়ানি কিনতে যাওয়ার পথে ট্রাকচাপায় বরের মৃত্যু

সারাদেশ: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নববিবাহিত এক যুবক নিহত হয়েছেন। বৌভাতের শেরওয়ানি কিনতে ওই যুবক ঘর থেকে বের হয়েছিলেন। শনিবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের বাঘা সুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম- অংসু (২৬) তিনি কেরানীগঞ্জের রুহিতপুর এলাকার বাসিন্দা। নিহতের বন্ধু আসিফ হোসেন শুভ জানান, গতকাল বিয়ে করেন অংসু। আজ দুপুরে বৌভাতের আয়োজন ছিল। সে তার নিজের শেরওয়ানি কিনার জন্য বাসা থেকে বাইক নিয়ে বের হয়েছিল। পথে সড়ক দুর্ঘটনায় মারা গেল।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান ডিবিসি নিউজকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি জানান ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।