বিশ্বকাপে শ্রীলঙ্কাকে জরিমানা

আইসিসি ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে (স্লো ওভার রেট) মন্থর বোলিং করার জন্য শ্রীলঙ্কাকে ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। শনিবার (৭ অক্টোবর) আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নির্দিষ্ট সময়ের চেয়ে বেশি সময় নিয়ে বোলিং শেষ করে শ্রীলঙ্কা। তারা নির্দিষ্ট সময়ের মধ্যে ৪৮ ওভার বোলিং করেছিল। ২ ওভার বল দেরিতে করায় জরিমানা করেন আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার জাভাগাল শ্রীনাথ।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কোড অব কন্ডাক্ট ফর প্লেয়ার এবং প্লেয়ার সাপোর্ট পার্সোনেলের ২ এর ২২ ধারা অনুসারে শ্রীলঙ্কাকে ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফি’র ৫ শতাংশ জরিমানা করা হয়েছে। শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শানাকা অপরাধ স্বীকার করে নিয়েছেন। তিনি ম্যাচ আম্পায়ারের দেওয়া দণ্ড মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। ম্যাচ শেষে স্লো ওভার রেটের অভিযোগ করেন ফিল্ড আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ, শহীদুল্লাহ ইবনে সৈকত, তৃতীয় আম্পায়ার মাইকেল গফ এবং চতুর্থ আম্পায়ার অ্যালেক্স ওয়ার্ফ।